সাকিবকে ছেঁটে ফেললো KKR! IPL চলাকালীন এই বিশেষ কারণে নেওয়া হলো কড়া সিদ্ধান্ত  

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বড় সিদ্ধান্ত নিলেন সাকিব আল হাসান (Shakib Al Hasan)। চলতি আইপিএলে (IPL 2023) আর কলকাতা নাইট রাইডার্স শিবিরে (KKR) অংশ নেবেন না বাংলাদেশের তারকা অলরাউন্ডার। আইপিএল শুরু হয়ে গেলেও এখনও শিবিরে যোগ দিতে পারেননি বাংলাদেশী তারকা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজে দেশের হয়ে মাঠে নামছেন তিনি। টেস্ট সিরিজ শেষ হলে তিনি নাইট রাইডার্স শিবিরে যোগ দিতে পারতেন বটে কিন্তু গোটা আইপিএল না খেলেই তাকে মে মাসের শুরুর দিকে আবার যোগ দিতে হতো জাতীয় দলে ওডিআই সিরিজ খেলার জন্য।

যেহেতু নাইট রাইডার্সকে পুরো সময়টা নিজের সার্ভিস দিতে পারবেনা তারকা অলরাউন্ডার তাই তিনি সরে দাঁড়িয়েছেন আইপিএল থেকে। যদিও বাংলাদেশের সংবাদ মাধ্যম আরও একটি দাবী করছে যা শুনে কিছুটা আশ্চর্য হতে হয়। যদিও সেই তথ্যের সত্যতা সম্পর্কে কোনও নিশ্চয়তা নেই।

বাংলাদেশের ওই সংবাদ মাধ্যম দাবি করেছে যে কেকেআর শিবির থেকেই একটি চুক্তি বহির্ভূত দাবি করা হয়েছে। বলা হয়েছে যে ফ্র্যাঞ্চাইজিটি যেহেতু গোটা মরশুম তারকা অলরাউন্ডারকে পাচ্ছে না, তাই বাকি মরশুম তার জায়গায় অন্য কোন উন্নতমানের বিদেশিকে সই করাতে চায় কেকেআর। শাকিবকে তারা অনুরোধ করেছিলেন নিজেকে সরিয়ে নেওয়ার জন্য আইপিএল থেকে এবং তিনি তাদের অনুরোধ রক্ষা করেছেন।

sakib al hasan

বাংলাদেশ আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ এবং ওডিআই সিরিজের জন্য তাদের তারকা ক্রিকেটারদের ভারতে পাঠাতে চাইনি। শোনা যাচ্ছে যে একই রকম প্রস্তাব দেওয়া হয়েছিল লিটন দাসকেও। কিন্তু তিনি ওই সিরিজ দুটির মাঝে সময় বার করে কলকাতা নাইট রাইডার্স এর জার্সিতে খেলতে চান বলে ওই প্রস্তাবটি নাকচ করে দিয়েছেন বলে দাবি করছে বাংলাদেশের ওই সংবাদ মাধ্যম।

আইপিএলের শুরুটা ভালো হয়নি কলকাতার নাইট রাইডার্সের। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচে বৃষ্টি হওয়ার কারণে তাদের দুর্ভাগ্যের হার স্বীকার করতে হয়েছে। যখন বৃষ্টি নামে তখন কলকাতা নাইট রাইডার্স ডার্কওয়াথ লুইস নিয়মে নির্ধারিত রানের থেকে সাত রানে পিছিয়ে ছিল। এরপর বৃষ্টির কারণে আর ম্যাচ আরম্ভ করা যায়নি এবং পাঞ্জাব কিংসকে জয়ী ঘোষণা করা হয়।

 

 


Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর