বাংলা হান্ট ডেস্ক: IPL-এর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স নিলামের মঞ্চে এবার সবাইকে চমকে দিয়েছে। কারণ, তারা নিজেদের পুরনো একজন খেলোয়াড়কে কেনার জন্য বিপুল অর্থব্যয় করেছে। যেই অঙ্কটা অবাক করেছে প্রত্যেককেই। আসলে, কলকাতা নাইট রাইডার্স ২৩.৭৫ কোটি টাকায় কিনেছে ভেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer)। জানিয়ে রাখি যে, আইয়ারকে কেনার জন্য টক্কর দিয়েছিল RCB-ও। যদিও, KKR শেষ পর্যন্ত বিপুল অর্থব্যয়ের মাধ্যমে ফের ভেঙ্কটেশ আইয়ারকে কিনে নিয়েছে।
২৩.৭৫ কোটি টাকায় কেনা হল ভেঙ্কটেশকে:
ম্যাচ উইনার ভেঙ্কটেশ আইয়ার: উল্লেখ্য যে, আইয়ার (Venkatesh Iyer) হলেন KKR-এর ম্যাচ উইনার খেলোয়াড়। তিনি ২০২১ সালে ফ্র্যাঞ্চাইজির হয়ে আত্মপ্রকাশ করেছিলেন এবং তারপর থেকে তিনি প্রায় প্রতিটি বড় ম্যাচে পারফর্ম করেছেন। ভেঙ্কটেশ আইয়ার KKR-এর হয়ে ৫০ টি ম্যাচে ৩১-এর বেশি এভারেজে ১,৩২৬ রান করতে সক্ষম হয়েছেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ভেঙ্কটেশ আইয়ার IPL ২০২৪-এর ফাইনালে মাত্র ২৬ বলে অপরাজিত ৫২ রান করে কলকাতাকে চ্যাম্পিয়ন করেছিলেন।
# & !
Venkatesh Iyer is back with Kolkata Knight Riders
Base Price: INR 2 Crore
SOLD For: INR 23.75 Crore#TATAIPLAuction | #TATAIPL | @venkateshiyer | @KKRiders pic.twitter.com/4eDZPt5Pdx
— IndianPremierLeague (@IPL) November 24, 2024
IPL-এ ভেঙ্কটেশ আইয়ারের পারফরম্যান্স: জানিয়ে রাখি যে, ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) IPL-এর চারটি মরশুমের মধ্যে ৩ টিতে ভালো পারফর্ম করেছেন। তিনি ২০২৪ সালে KKR-এর হয়ে ৪৬.২৫ এভারেজে ৩৭০ রান করেছিলেন। আইয়ার গত মরশুমে ৪ টি হাফ-সেঞ্চুরি করেন এবং তাঁর স্ট্রাইক রেটও ছিল ১৬০-এর কাছাকাছি।
আরও পড়ুন: উঠলনা দাম, নিলামে সস্তায় বিক্রি হলেন রাহুল! বাজিমাত করল এই দল
এদিকে, ২০২৩ সালে, ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) একটি সেঞ্চুরি এবং ২ টি হাফ-সেঞ্চুরির সাহায্যে ৪০৪ রান করেছিলেন। তবে, আইয়ার ২০২২ সালে ব্যাট করেননি। কিন্তু, তিনি তাঁর প্রথম মরশুমে ১০ টি ম্যাচে ৩৭০ রান করতে সক্ষম হন।
আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ বাঁচিয়েছিলেন দুই যুবক! এবার বড় উপহার পৌঁছে দিলেন ঋষভ, জানলে হবেন অবাক
বর্তমানে দারুণ ফর্মে রয়েছেন ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। রঞ্জি ট্রফিতে বিহারের বিরুদ্ধে ১৭৪ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন এই খেলোয়াড়। এখন আইয়ার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলছেন। যেখানে তিনি মিজোরামের বিরুদ্ধে ৩৬ রান করেন।