বাংলা হান্ট ডেস্কঃ বৃহঃস্পতিবার চেন্নাইয়ে বসেছিল আইপিএলের নিলাম (IPL Auction 2021)। এবার নিলামে যে বেশ কিছু চমক থাকবে সেটা আগে থেকেই ধারণা করা গিয়েছিল। হলও তেমনটা, নিলামে ঘটলো বেশ কিছু চমকপ্রদ ঘটনা।
একদিকে যেমন ক্রিস মরিস বিক্রি হলেন 16 কোটি 25 লক্ষ টাকায় তেমনি সাত বছর পর আইপিএলে দল পেলেন চেতেশ্বর পূজারা। 2014 সালের পর ফের আইপিএলে খেলতে দেখা যাবে পূজারাকে। এবার চেন্নাইয়ের জার্সি গায়ে আইপিএল মাতাবেন পূজারা।
https://twitter.com/KKRiders/status/1362611233178804228?s=20
তবে সবথেকে বড় চমক দিল কলকাতা নাইট রাইডার্স। নিলামের শুরুতেই সাকিব আল হাসানকে তুলে নিয়ে চমক দিয়েছিল কেকেআর। তবে তারপর বেশ কিছুটা সময় চুপচাপ ছিল কেকেআর। তবে দ্বিতীয় পর্ব শুরু হতেই ফের স্বমহিমায় ফিরলো কেকেআর। দ্বিতীয় পর্বের শুরুতেই বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটার হরভজন সিংকে তুলে নিল কেকেআর। মুম্বাই, চেন্নাই হয়ে এবার কলকাতার হয়ে খেলতে দেখা যাবে ভাজ্জিকে। কেউই ভাবতে পারেনি যে ভাজ্জিকে দলে নেবে কেকেআর কিন্তু সকলকে অবাক করে 2 কোটি টাকা বেস প্রাইজে ভাজ্জিকে দলে নিল কেকেআর। ভাজ্জি দলে আসায় কেকেআরের বোলিং আরও শক্তিশালী হবে বলেই মনে করছেন বিশেজ্ঞরা।
https://twitter.com/KKRiders/status/1362411895450386443?s=20