ম্যাচ ফিক্সিংয়ের দায়ে ৮ বছরের জন্য নির্বাসিত কেকেআরের প্রাপ্তন বোলিং কোচ

বাংলা হান্ট ডেস্কঃ ম্যাচ ফিক্সিং করার দায়ে ক্রিকেট থেকে আট বছরের জন্য নির্বাসিত হলেন জিম্বাবুয়ের প্রাক্তন ক্রিকেটার তথা কলকাতা নাইট রাইডার্স দলের প্রাপ্তন বোলিং কোচ থিক কি। 2016 সাল থেকে 2018 সাল পর্যন্ত জিম্বাবোয়ে দলের এবং ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন দলের কোচিং করান তিনি। সেই সময় তিনি ম্যাচ গড়াপেটার সাথে যুক্ত হয়ে পড়েছিলেন। তাঁর বিরুদ্ধে পাঁচটি বিরাট অভিযোগ উঠেছিল সেই সমস্ত অভিযোগ এর দায় স্বীকার করে নিয়েছেন থিক কি। যার জন্য তাকে বহিস্কার করেছে আইসিসি।

দলের গোপন তথ্য বিপক্ষ দলের কাছে ফাঁস করে দেওয়া, অনৈতিক ভাবে বারবার পুরস্কার নেওয়া, তদন্তে ইচ্ছাকৃতভাবে দেরি করা সহ আরও বেশ কিছু অভিযোগ রয়েছে 47 বছর বয়সী থিক কি-র বিরুদ্ধে। আর এই সমস্ত দোষের জন্য আইসিসির দুর্নীতি দমন শাখা 8 বছরের জন্য নির্বাসিত করল জিম্বাবোয়ের এই প্রাক্তন তারকা ক্রিকেটারকে।

929655 kkr heath streak

আইসিসির ব্যবস্থাপক এলেক্স মার্শাল জানিয়েছেন, থিক কি একজন সিনিয়র ক্রিকেটার ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে যুক্ত এবং তিনি আন্তর্জাতিক দলের কোচ ছিলেন। আইসিসির বিভিন্ন দুর্নীতি দমন শাখা বিষয়ক বৈঠকেও তিনি হাজির থাকতেন। তার সত্ত্বেও থিক কি একাধিকবার নিয়ম লঙ্ঘন করেছেন। আট বছর নির্বাসিত হওয়ার কারণে 2029 সালের 28 শে মার্চ ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন তিনি।
জিম্বাবোয়ের আন্তর্জাতিক দলের হয়ে 85 টি টেস্ট এবং 189 টি একদিনের ম্যাচ খেলেছেন থিক কি। তার দখলে রয়েছে 4933 রান এবং 455 টি উইকেট।


Udayan Biswas

সম্পর্কিত খবর