চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঝড় তুলতে প্রস্তুত KKR-এর এই ৩ তারকা খেলোয়াড়, তালিকায় বড় চমক

বাংলা হান্ট ডেস্ক: বুধবার থেকেই শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy)। এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান এবং নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিশ্বের সেরা ৮ টি দল অংশগ্রহণ করেছে। এই কারণে এই টুর্নামেন্টে যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে তা আর বলার অপেক্ষা রাখে না। শুধু তাই নয়, এই ট্রফি জিততে দলগুলিকে প্রতি ম্যাচেই নিজেদের সেরাটা দিতে হবে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy) ঝড় তুলবেন KKR-এর খেলোয়াড়েরা:

এমতাবস্থায়, প্রত্যেক খেলোয়াড়ই এই টুর্নামেন্টে (ICC Champions Trophy) তাঁর দলের জন্য সেরা পারফরম্যান্স প্রদর্শন করতে চাইবেন। এদিকে, IPL-এ দাপট দেখানো একাধিক খেলোয়াড়কেও এবার এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে দেখা যাবে। কলকাতা নাইট রাইডার্সের কিছু খেলোয়াড়ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবেন। এমন পরিস্থিতিতে, এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে KKR-এর ৩ খেলোয়াড় ঝড় তুলতে পারেন। যাঁদের মধ্যে একজন বিদেশি খেলোয়াড়ও রয়েছেন।

KKR players will storm the ICC Champions trophy.

১. বরুণ চক্রবর্তী: চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) খেলার জন্য টিম ইন্ডিয়াতে সুযোগ পেয়েছেন বরুণ চক্রবর্তী। ভারতীয় দলে প্রত্যাবর্তনের পর তিনি দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করছেন। এই কারণে তাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও রাখা হয়েছে। এমতাবস্থায়, পিচ তাঁর অনুকূলে থাকলে তিনি এই টুর্নামেন্টে দাপট দেখাতে পারেন।

আরও পড়ুন: মহাকুম্ভের অ্যাকশন! বাজারে পতন সত্বেও টাটা গ্রুপের এই শেয়ারে রকেটের গতি, মালামাল বিনিয়োগকারীরা

২. হর্ষিত রানা: চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) জন্য ভারতের টিম স্কোয়াডে রয়েছেন হর্ষিত রানাও। এর আগে তিনি দলে ছিলেন না কিন্তু যখন চূড়ান্ত দল ঘোষণা করা হয় তখন জসপ্রীত বুমরাহ চোটের কারণে দলের বাইরে চলে যাওয়া হর্ষিত সুযোগ পান। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে দারুণ খেলেছিলেন রানা। বর্তমানে তিনি যে ফর্মে আছেন, তা দেখে বলাই যায় চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তিনি দাপট দেখাতে পারেন।

আরও পড়ুন: কাজ করছে না কোনও প্ল্যান! ভারতের এই একটি চালেই শোচনীয় অবস্থা পাকিস্তানের

৩. রহমানুল্লাহ গুরবাজ: এবারে আমরা জানাবো KKR-এর আরেক খেলোয়াড় রহমানুল্লাহ গুরবাজের বিষয়ে। আফগানিস্তানের ওপেনার ব্যাটার রহমানুল্লাহ গুরবাজকেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy) খেলতে দেখা যাবে। গুরবাজের কাছে অসাধারণ হিটিং ক্ষমতা রয়েছে। তিনি তাঁর লং শটের জন্য অত্যন্ত বিখ্যাত। গুরবাজ আফগানিস্তানের হয়ে একাধিক ম্যাচ জিতিয়েছেন। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগান দলের অন্যতম ভরসা হয়ে উঠতে পারেন রহমানুল্লাহ গুরবাজ।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর