বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের IPL (Indian Premier League) শুরুর আগে ইতিমধ্যেই ভারতীয় খেলোয়াড়দের সেন্ট্রাল কন্ট্রাক্টের তালিকা সামনে এনেছে BCCI (Board of Control for Cricket in India)। যেখানে নাম নেই ভারতের দুই তারকা খেলোয়াড় শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) এবং ঈশান কিষানের (Ishan Kishan)। এদিকে, এই বিষয়টি সামনে আসার পরেই বিভিন্ন আলোচনা সামনে এসেছে। তবে এবার, শ্রেয়স আইয়ারের পাশে দাঁড়াতে দেখা গেল তাঁর IPL-এর দল কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders)। শুধু তাই নয় BCCI-এর বিরুদ্ধে তোলা হয়েছে পক্ষপাতিত্বের অভিযোগও।
সম্প্রতি শ্রেয়স আইয়ারের সমর্থনে মুখ খুলে KKR-র এক কর্তা আসল “রহস্য” ফাঁস করেছেন। এর পাশাপাশি তিনি বোর্ডের তরফে কেএল রাহুলকে সুবিধা করে দেওয়া হচ্ছে বলেও দাবি করেন। ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলিতেও। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, শ্রেয়স আইয়ারকে সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বাদ দেওয়ার ক্ষেত্রে বোর্ডের তরফে কোনো নির্দিষ্ট কারণ উপস্থাপিত করা না হলেও জানা গিয়েছে যে, শ্রেয়স রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের কয়েকটি ম্যাচ পিঠে ব্যথার কারণে খেলতে পারেননি। যদিও, তাঁকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি “ফিট” ঘোষণা করে দেওয়ার পর তৈরি হয় বিভ্রান্তি। এমতাবস্থায় BCCI-এর নির্বাচক কমিটির সদস্যরা আইয়ারের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন। কারণ সেইসময়ে তাঁকে মুম্বাইতে কলকাতা নাইট রাইডার্স অ্যাকাডেমিতে দেখা গিয়েছিল।
তবে, এবার KKR-এর তরফে বিষয়টি স্পষ্ট করা হচ্ছে। আগেই জানানো হয়েছিল যে, পিঠের চোটের কারণে এই ভারতীয় তারকা বেশিক্ষণ এবং ভালোভাবে অনুশীলন করতে পারছেন না। প্রতি সেশনে ২০০ বল খেলার পাশাপাশি শ্রেয়স ৩ সপ্তাহের মধ্যে ৩ কেজি পেশি বাড়িয়েছেন। পাশাপাশি এই বিষয়ে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং মুম্বাই দলের হেড কোচ ওমকার সালভি নজর রাখছেন বলে জানা গিয়েছে। এমনকি, তাঁর সামগ্রিক অগ্রগতি পর্যবেক্ষণ করার জন্য মুম্বাই কোচ বেশ কয়েকবার KKR অ্যাকাডেমিতেও নাকি গিয়েছিলেন। এমতাবস্থায়, শ্রেয়স রঞ্জি ট্রফিতে তামিলনাড়ুর বিরুদ্ধে সেমিফাইনালের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: অভিজিৎ প্রথম নয়! বিচারক থেকে রাজনীতির ময়দানে দাপিয়ে বেড়িয়েছেন এঁরাও, তালিকায় একাধিক বড় নাম
এদিকে, ODI বিশ্বকাপের সময়ে আইয়ার ব্যথানাশক ইনজেকশন নিয়েছিলেন বলে শোনা গিয়েছিল। সেমিফাইনাল এবং ফাইনালের সময়েও পিঠের ব্যথায় কাবু ছিলেন তিনি। এমতাবস্থায়, নাম প্রকাশে অনিচ্ছুক KKR-এর ওই কর্তা জানান, “শ্রেয়স আইয়ার বিশ্বকাপ খেলার জন্য গত বছরের IPL এড়িয়ে গিয়েছিলেন। এমনকি অস্ত্রোপচারের পরে বিশ্বকাপের জন্যই ব্যথামুক্ত হতে তিনটি কর্টিসোন ইনজেকশন নেন। কিন্তু সেমিফাইনাল এবং ফাইনালের সময় ব্যথা ফিরে এলে তিনি শারীরিক সমস্যা থাকা সত্ত্বেও খেলা চালিয়ে যান। পাশাপাশি, তিনিই একমাত্র খেলোয়াড় যাঁকে বিশ্বকাপের পরেও বিশ্রাম দেওয়া হয়নি।”
আরও পড়ুন: ৩০ মিনিটেই পৌঁছে যাবেন বহুদূর! বাড়ল নমো ভারত ট্রেনের রুট, ছুটবে এই লাইনে
এর পাশাপাশি তিনি আরও জানান, “বিশ্বকাপের পরে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে T20 সিরিজ খেলে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিলেন আইয়ার। এদিকে, দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পর জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টের আগে তাঁকে রঞ্জি খেলতে বলা হলে তখন তিনি সেটাই করেন”। এদিকে, ওই কর্তা কেএল রাহুলের শেষ রঞ্জি ট্রফির ম্যাচ খেলা নিয়ে প্রশ্ন তোলেন। এই বিষয়ে তিনি জানান “রাহুলও কোয়াড্রিসেপসের ব্যথার চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন। তখন কিন্তু কেউ প্রশ্ন তোলেননি।”