বাংলা হান্ট ডেস্কঃ আজ আইপিএলের দ্বাদশ ম্যাচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Night Riders) এবং রাজস্থান রয়েলস (Rajasthan Royels)। আজকের এই ম্যাচ অত্যন্ত হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে। দুই দলই বেশ শক্তিশালী, দুই দলেই রয়েছে বেশ কয়েকজন পাওয়ার হিটিং ব্যাটসম্যান। আর আজ রাজস্থান রয়েলসের মারকাটারি ব্যাটসম্যানদের নিয়ে কিছুটা চিন্তায় রয়েছে কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট।
এবার আইপিএলে প্রথম ম্যাচ থেকেই বিধ্বংসী মেজাজে ব্যাটিং করছেন রাজস্থান রয়েলসের সঞ্জু স্যামসন, স্টিভ স্মিথ এবং রাহুল তেহটিয়া। এই তিন বিধ্বংসী ব্যাটসম্যান কে নিয়েই যাবতীয় চিন্তা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। এই তিনজন ব্যাটসম্যান এর বিশেষত্ব হল এদের ব্যাটে বল যত জোরে আসে তত জোরে এরা বল পাঠিয়ে দেয় বাউন্ডারি লাইনে। আর তাই এই তিনজনকে ঘায়েল করার জন্য ইতিমধ্যে অস্ত্র ভেবে রেখেছে কলকাতা নাইট রাইডার্স।
জোরে বোলিং নয় বরং এই তিনজনকে ঘায়েল করতে কেকেআর শিবিরের প্রধান অস্ত্র স্পিন বোলিং। কলকাতা নাইট রাইডার্স শিবিরে রয়েছে বিশ্বমানের স্পিনার। রয়েছে সুনীল নারিন, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তীর মত স্পিনার। নারিন এবং কুলদীপ যাদবকে ইতিমধ্যেই সকলে জানেন। তবে এই ম্যাচে সবথেকে বড় ভূমিকা নিতে পারেন বরণ চক্রবর্তী। কারণ এই তরুণ স্পিনারকে সেই ভাবে এখনো পর্যন্ত কোনো দলই খেলেননি। তাই বরণ চক্রবর্তীর বিরুদ্ধে কোন দল সেই ভাবে হোমওয়ার্ক করে মাঠে নামে না। আর এই সুযোগটাই কাজে লাগিয়ে বাজিমাত করতে চাই কলকাতা নাইট রাইডার্স।