চমকে দিলেন রিঙ্কু সিং! IPL-এর পর এবার বলিউডেও দেখা যাবে KKR তারকাকে?

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গত দুই বছর ধরেই কলকাতা নাইট রাইডার্সের (KKR) সোনালী এবং বেগুনি রঙয়ের জার্সিতে অসাধারণ ফর্মে রয়েছেন রিঙ্কু সিং (Rinku Singh)। একাধিক স্মরণীয় ইনিংস খেলে তিনি নাইটদের সংসারে নিজেকে অপরিহার্য প্রমাণ করে ফেলেছেন। শেষ আইপিএলে, বিশেষ করে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে যেভাবে তিনি শেষ ওভারে পাঁচটি ছক্কা মেরে দলকে জিতিয়েছিলেন তা আইপিএলের (IPL) ইতিহাসে সেরা ব্যক্তিগত পারফরম্যান্স হিসেবে গণ্য করা হচ্ছে।

মাঠের মধ্যে যতটা দাপট দেখান রিঙ্কু মাঠের বাইরে তিনি ততটাই মানবিক। মাঠের বাইরে তার নানান রকম উদ্যোগ ও শিরোনামে জায়গা করে নেওয়ার মতো এবং এই প্রতিবেদন সেই সংক্রান্ত বিষয়েই। নিচে অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন তাই দারিদ্রতার জ্বালা ভালো করেই বোঝেন কেকেআর তারকা। তাই দরিদ্র ক্রিকেটারদের সাহায্যার্থে তিনি নিলেন একটি বড় উদ্যোগ।

জানা গিয়েছে আইপিএল থেকে পাওয়া তার টাকায় দরিদ্র ক্রিকেটারদের জন্য একটি বিশেষ হোস্টেল তৈরি করতে চলেছেন রিঙ্কু সিং। পুরোদমে সেই কাজ চলছে এবং আগামী মাসের মধ্যেই সেই কাজ সম্পূর্ণ হয়ে যাবে। নামমাত্র খরচে সেই হোস্টেলে থেকে অনুশীলন করতে যেতে পারবেন অভাবী ক্রিকেটাররা। কি বলতে পারে, হয়তো একদিন সেই হোস্টেল থেকেই রিঙ্কুর মতোই কোনও প্রতিভাবান ক্রিকেটার উপহার পাবে ভারতীয় দল।

rinku singh pankaj tripathi

এরই মধ্যে মালদ্বীপে বেশ কিছুদিন ছুটি কাটিয়ে আসার পর কেকেআর তারকা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির (Pankaj Tripathi) সঙ্গে নিজের দেখা হওয়ার একটি ছবি শেয়ার করেছেন। ইতিমধ্যেই সেই ছবিটি ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এরই মধ্যে অনেকে মজা করে বলতে শুরু করেছেন তবে রিঙ্কু কি এবার অভিনয় জগতে প্রবেশ করতে চলেছেন!

এই মুহূর্তে ভারতীয় দল কোনও সিরিজ খেলতে ব্যস্ত নেই। তবে পরের মাসে তাদের ক্যারিবিয়ান সফরে উড়ে যেতে দেখা যাবে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ফরমেটেই বেশ কয়েকটি ম্যাচ খেলেবে ভারতীয় দল। আশঙ্কা করা হচ্ছে সেই সময় টি-টোয়েন্টি ফরমেটে নীল জার্সিতে রিঙ্কুর অভিষেক ঘটে যেতে পারে। তবে যতদিন না নির্বাচকরা দল ঘোষণা করছেন ততদিন নিশ্চিতভাবে কিছু বলা যায় না।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর