বাংলা হান্ট নিউজ ডেস্ক: আইপিএলের প্লে অফে পৌঁছানোর ক্ষীণ আশা এখনও বজায় রাখতে পেরেছে কলকাতা নাইট রাইডার্স। তবে তার জন্য তাদের শেষ লিগ ম্যাচে একটি বড় জয় দরকার। কিন্তু তাদের শেষ ম্যাচটির প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস, যারা চেষ্টা করবে এই ম্যাচটি জিতে পয়েন্টস টেবিলের শীর্ষ দুইয়ে ফিনিশ করার। এই মুহূর্তে কেকেআর) ১৩ টি ম্যাচে ৬ টি জয় সহ ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে। নিজেদের বাকি ম্যাচ জয়ের সাথে তাদের আশা করতে হবে দিল্লি ক্যাপিটালস এবং আরসিবি যেন নিজেদের শেষ ম্যাচে জয় না পায়।
লখনউ সুপার জায়ান্টস তাদের দল প্লে অফে জায়গা নিশ্চিত করা থেকে এক ধাপ দূরে রয়েছে। গতকাল রাজস্থান রয়্যালসের কাছে হেরে তারা কিছুটা চাপে পড়লেও রাহুলরা ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে অনেকটা সুবিধাজনক জায়গায় রয়েছে এবং একটা ব্যাপার পরিষ্কার, তা হল কলকাতা যদি প্লে অফে পৌঁছয় তবে তারাও পৌঁছবেই। তবে সেসব না করে নিজেদের পারফরম্যান্সে ভর করে ফাইনালে উঠতে চান রাহুলরা।
গত কয়েকটি ম্যাচ ধরে কেকেআরের ক্যারিবিয়ান তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল দুরন্ত ফর্মে রয়েছেন। তার পারফরম্যান্স কেকেআরকে প্লে অফের দৌড়ে টিকে থাকতে সাহায্য করছে। কিন্তু গত ম্যাচের মতোই এই ম্যাচেও কলকাতা রাহানে এবং কামিন্সদের মতো তারকাদ্বয়কে পাবেন না। তাও খুব সম্ভবত এমন একাদশ নিয়েই মাঠে নামবে কেকেআর।
কলকাতা নাইট রাইডার্স সম্ভাব্য একাদশ:
অ্যারন ফিঞ্চ, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), রিংকু সিং, নীতীশ রানা, আন্দ্রে রাসেল, স্যাম বিলিংস (উইকেটরক্ষক), উমেশ যাদব, সুনীল নারায়ণ, টিম সাউদি, অনুকূল রয়