বাংলা হান্ট ডেস্ক: IPL (Indian Premier League) ২০২৫-এর আগে সম্পন্ন হতে চলা মেগা নিলামের আগে দলগুলির রিটেনশান লিস্ট জমা দেওয়ার আর একদিন বাকি। এদিকে, এই সময় যত ঘনিয়ে আসছে ততই সামনে আসছে একের পর এক বড় আপডেট। ঠিক এই আবহেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স থেকে একটি চমকপ্রদ খবর পাওয়া যাচ্ছে। যেখানে বলা হচ্ছে অধিনায়ক শ্রেয়াস আইয়ার, তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল এবং স্পিড স্টার মিচেল স্টার্ককে KKR ধরে রাখবে না।
IPL (Indian Premier League)-এ নতুনভাবে দল সাজাবে KKR:
এই আপডেট সত্যি হলে অধিনায়ক শ্রেয়াস আইয়ার আর কলকাতার সাথে যুক্ত থাকবেন না। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, গত ১১ বছর ধরে দলে খেলা ক্যারিবিয়ান তারকা রাসেলকেও রাখা হবে না। একই সঙ্গে, চলতি বছরের IPL (Indian Premier League)-এ কোয়ালিফায়ার ১ এবং ফাইনাল ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের জয়ের অন্যতম স্থপতি মিচেল স্টার্ককেও ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
, , .
pic.twitter.com/xZUrgBxlQV— KKR Vibe (@KnightsVibe) October 30, 2024
এই খেলোয়াড়দের ধরে রাখা হবে: এমতাবস্থায় জানা গিয়েছে, কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি সুনীল নারিন থেকে শুরু করে রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানাকে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই ৪ জন খেলোয়াড়ের নাম চূড়ান্ত হলেও, রমনদীপ সিংকে আনক্যাপড খেলোয়াড়দের মধ্যে পঞ্চম খেলোয়াড় হিসেবে দলে অন্তর্ভুক্ত করার খবর রয়েছে।
আরও পড়ুন: লাদাখে পিছু হটল চিনের সেনা! দীপাবলিতে করানো হবে মিষ্টিমুখ, এখন কেমন পরিস্থিতি সীমান্তের?
উল্লেখ্য যে, IPL (Indian Premier League)-এর গভর্নিং কাউন্সিল কর্তৃক রিটেনশন লিস্ট জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামীকাল অর্থাৎ৩১ অক্টোবর। রাইট টু ম্যাচ কার্ডের মাধ্যমে বোর্ড সব ফ্র্যাঞ্চাইজিকে ৫ জন খেলোয়াড় ও ১ জন খেলোয়াড় ধরে রাখার অনুমতি দিয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৫ জন খেলোয়াড়কে ক্যাপড করা যাবে বা ২ জন খেলোয়াড়কে আনক্যাপড করা যাবে।
আরও পড়ুন: অপেক্ষা করেও হলনা লাভ! এই দলে যুক্ত হলেন না গিল, বড় সিদ্ধান্ত নিলেন গুজরাট টাইটান্সের অধিনায়ক
ধরে রাখা খেলোয়াড়দের মধ্যে প্রথম খেলোয়াড়কে ১৮ কোটি টাকা, দ্বিতীয় খেলোয়াড়কে ১৪ কোটি টাকা এবং তৃতীয় খেলোয়াড়কে ১১ কোটি টাকা দেওয়া হতে পারে। এছাড়া চতুর্থ খেলোয়াড়কে ১৮ কোটি টাকা এবং পঞ্চম খেলোয়াড়কে ১১ কোটি টাকা দেওয়া হতে পারে। তবে, বোর্ড স্পষ্ট করেছে যে ফ্র্যাঞ্চাইজিগুলি তাদের ধরে রাখা খেলোয়াড়দের এই পরিমাণের বেশি বা কম অর্থ প্রদান করতে পারে। এখন মেগা নিলামে KKR ফ্র্যাঞ্চাইজি একাধিক তারকা খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করতে চায় বলেও জানা গিয়েছে।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার