আজ IPL-এ দুরন্ত ফর্মে থাকা গুজরাটের মুখোমুখি KKR, জয়ে ফিরতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করবেন শ্রেয়স

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ আইপিএল ২০২২-এর ৩৫ তম ম্যাচে একটু বেকায়দায় পরে যাওয়া কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে দুর্দান্ত ফর্মে থাকা গুজরাট টাইটান্সের। নভি মুম্বাইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে মুখোমুখি হবে বিপরীত মেরুতে থাকা দুই দল। ডি ওয়াই পাটিল স্টেডিয়ামের পিচ বাকি ভেন্যূগুলির চেয়ে অনেকটাই মন্থর। তাই ১৫০-১৬০ রানের মধ্যেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। যদি কোনওভাবে বোর্ডে তার বেশি রান তুলতে পারে প্রথমে ব্যাটিং করা দল, তাহলে অ্যাডভান্টেজ থাকবে তারাই।

এই মুহূর্তে শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন কেকেআর দলটি একটু বেকায়দায়। গত ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেরে টানা তিনটি ম্যাচে জয়হীন তারা। ব্যাটিং নিয়ে তেমন বড় সমস্যা না থাকলেও বোলিং লাইনআপের পুনর্মূল্যায়ন করা দরকার কারণ তারা গত কয়েকটি খেলায় প্রচুর পরিমাণে রান খরচ করেছে। প্যাট কামিন্স বল হাতে সফল নন, তাই তার জায়গায় ফের একবার টিম সাউদি কে ফিরিয়ে এনে দেখতে পারেন শ্রেয়স।

   

shreyas kkr

অন্যদিকে, গুজরাট টাইটান্স তাদের প্রথম আইপিএল মরশুমেই দুরন্ত গতিতে ছুটছেন। তারাই এখনও পর্যন্ত আইপিএল ২০২২-এর সেরা দল এবং তিনটি বিভাগেই তারা দুর্দান্ত। কোনও নির্দিষ্ট একজনের ওপর নির্ভর করে নেই তারা। তবে ওপেনিংয়ে ঋদ্ধিমান সাহা এবং শুভমান গিল-কে আরও দায়িত্ব নিতে হবে। ডেভিড মিলারের ফর্ম ব্যাটিং বিভাগে এই মরশুমে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দলের অনেক সমস্যার সমাধান করেছে। সেই সঙ্গে অধিনায়ক হার্দিক এবং রশিদও ভালো ফর্মে। আজকেও ম্যাচ জিতে মোমেন্টাম ধরে রাখতে চাইবে হার্দিকরা।

gujrat titans win

কলকাতা নাইট রাইডার্স সম্ভাব্য একাদশ:
ভেঙ্কটেশ আইয়ার, অ্যারন ফিঞ্চ, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নীতীশ রানা, আন্দ্রে রাসেল, শেলডন জ্যাকসন (উইকেটরক্ষক), সুনীল নারায়ন, প্যাট কামিন্স/টিম সাউদি, শিবম মাভি, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী

গুজরাট টাইটানস সম্ভাব্য একাদশ:
ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), শুভমান গিল, বিজয় শঙ্কর, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, অভিনব মনোহর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, আলজারি জোসেফ, লকি ফার্গুসন, মহম্মদ শামি

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর