পরপর চার ম্যাচ হেরে জয়ের ধারায় ফিরেই রেকর্ডের বৃষ্টি ঘটালো কলকাতা নাইট রাইডার্স

বাংলা হান্ট ডেস্কঃ সোমবার আমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংস। এই ম্যাচে পাঞ্জাব কিংসকে 5 উইকেটে হারিয়ে গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট ঘরে তুলে নিয়েছে কলকাতা। সেই সঙ্গে এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে একলাফে অষ্টম স্থান থেকে পঞ্চম স্থানে উঠে এল কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচেই ঘটলো বেশকিছু গুরুত্বপূর্ণ রেকর্ড। আসুন সেই সমস্ত রেকর্ড গুলি সম্বন্ধে জেনে নেওয়া যাক:

1) কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংসের ম্যাচ দিয়েই আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএলের উদ্বোধন ম্যাচ হল। এর আগে এই স্টেডিয়ামে আইপিএলের কোন ম্যাচ সংঘটিত হয়নি।

2) গতকাল কেকেআর বনাম পাঞ্জাব ম্যাচে শূন্য রানে আউট হন সুনীল নারিন। সেইসঙ্গে কেকেআর ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি বার শূন্য রানে আউট হওয়ার লজ্জাজনক রেকর্ড গড়লেন সুনীল নারিন।

3) প্রথম বলে ক্রিস গেইলকে আউট করে অনবদ্য রেকর্ড গড়লেন কেকেআরের তরুণ বোলার শিবম মাভি।

n274522216c7b0736a6b2f0e5e726dacbea4233178c8fc75525c2ce00f55df36f278fcee00

4) কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদের পর তৃতীয় দল হিসেবে আইপিএল 2021 শে চারটি ম্যাচ হারলো পাঞ্জাব কিংস।

5) আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এটি কলকাতা নাইট রাইডার্স এর প্রথম জয়।

6) এই ম্যাচে 40 বলে 47 রানের ইনিংস খেলার মধ্যে দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে 7000 রান পূর্ণ করে ফেললেন কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যান।

Udayan Biswas

সম্পর্কিত খবর