RCB-র কাছে হারের ধাক্কা কাটিয়ে আজ ঘুরে দাঁড়াতে মরিয়া KKR, প্রথম একাদশে হতে পারে দুটি পরিবর্তন

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ১লা এপ্রিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল ২০২২-এর অষ্টম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে দুরন্ত ফর্মে থাকা পাঞ্জাব কিংসের৷ কেকেআর এই প্রতিযোগিতায় হারের পর ঘুরে দাঁড়িয়ে জয়ের পথে ফিরে যেতে মরিয়া থাকবে৷ প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ছয় উইকেটের জয়ের মাধ্যমে তারা তাদের যাত্রা শুরু করার পরে, গত ম্যাচে শেষ ওভারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে তিন উইকেটে হারের মুখোমুখি হয়েছিল।

অন্যদিকে পাঞ্জাব কিংস, গত সপ্তাহান্তে তাদের মরশুমের প্রথম ম্যাচে আরসিবি-র বিরুদ্ধে ২০০-এর বেশি রান তাড়া করে জেতায় আত্মবিশ্বাসী থাকবে। অধিনায়ক ফ্যাফ দু প্লেসিসের দুর্দান্ত ৮৮ রানের ইনিংসের দৌলতে বোর্ডে তোলা ২০৫ রান তারা সহজেই চেজ করে ম্যাচ জিতে নিয়েছিল, ফলে পাঞ্জাব এখন তাদের টানা দ্বিতীয় জয়ের দিকে নজর রাখবে।

ওয়াংখেড়ে উইকেট একটি ব্যাটারকে আগে সেট হতে হবে। বলের গতি ও বাউন্সের সাথে অভ্যস্ত হয়ে গেলে বড় রান তোলা সম্ভব। এই টুর্নামেন্টের শেষ দুটি ম্যাচে প্রথম ব্যাট করা দলগুলি বোর্ডে একটিও চ্যালেঞ্জিং স্কোর তুলতে পারেনি যা শেষ পর্যন্ত ডিফেন্ড করার সময় যথেষ্ট হতে পারে। যদিও দলগুলি বিকেলের খেলার সময় প্রথমে ব্যাট করতে দ্বিধা করে না, তবে সন্ধ্যার ম্যাচের সময় একই ঘটনা ঘটে না কারণ শিশির এই ভেন্যুতে একটা বড় প্রভাব ফেলে। ফলে টসে জিতলে প্রথমে বল করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে শ্রেয়স আইয়ারের পক্ষে। এই ম্যাচে রাসেলের বদলে নবীকে খেলিয়ে দেখতে পারে কেকেআর

কলকাতা নাইট রাইডার্স সম্ভাব্য একাদশ:
অজিঙ্কা রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), স্যাম বিলিংস, শেলডন জ্যাকসন (উইকেটরক্ষক), মহম্মদ নবী, সুনীল নারায়ণ, টিম সাউদি, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী

পাঞ্জাব কিংস সম্ভাব্য একাদশ:
ময়ঙ্ক আগরওয়াল (সি), শিখর ধাওয়ান, লিয়াম লিভিংস্টোন, ভানুকা রাজাপাকসে (উইকেটরক্ষক), শাহরুখ খান, ওডিন স্মিথ, রাজ বাওয়া, অর্শদীপ সিং, হারপ্রীত ব্রার, সন্দীপ শর্মা, রাহুল চাহার,

সম্পর্কিত খবর

X