বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজকেই প্রথমবার চলতি আইপিএলে মাঠে নেমেছিলেন। বল হাতে প্রতিপক্ষ ব্যাটারদের নাস্তানাবুদ করতেই অভ্যস্ত ছিলেন প্যাট কামিন্স। আজ ২ উইকেট নিলেও সেটা তিনি করতে পারেননি। বরং মুম্বাইয়ের ব্যাটাররা তার বলে বেশ কিছুটা স্বচ্চন্দেই রান তুলেছে। কিন্তু ব্যাট হাতে যেভাবে নিজের দলকে ম্যাচ জেতালেন কামিন্স, সেই ঘটনাটিকে হয়তো কোনওরকম বিশেষণ দিয়েই ব্যাখ্যা করা যাবে না। হাড্ডাহাড্ডি লড়াই চলতে থাকা একটি ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্স হেরে গেল কেবল একজন ক্রিকেটারের কাছে, যিনি হলেন চলতি টুর্নামেন্ট নিজের দল কেকেআরে কিউয়ি পেসার টিম সাউদির বদলে সুযোগ পেয়ে আজ প্রথমবার মাঠে নামা প্যাট কামিন্স।
আজ টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কেকেআর অধিনায়ক শ্রেয়স। শুরুতে ব্যাট করতে নেমে আজও ফ্লপ ছিলেন রোহিত শর্মা। ১২ বলে ৩ রান করে আউট হন তিনি। গত দুই ম্যাচে দুরন্ত ব্যাটিং করা ঈশান কিষান আজ ব্যর্থ। পাওয়ার প্লে-তে নাইট বোলারদের সামনে নিজেদের পুরোপুরি গুটিয়ে রাখতে বাধ্য হন মুম্বাইয়ের ব্যাটাররা। এরপর মুম্বাই ইনিংসের হাল ধরেন বেবি এবি বলে পরিচিত তরুণ দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ডিওয়াল্ড ব্রেভিস। খুব বড় ইনিংস খেলতে না পারলেও ১৯ বলে ২৯ রান করে মুম্বাইয়ের টালমাটাল নৌকার হাল ধরার কাজটা শুরু করেছিলেন তিনিই।
এরপর দুর্দান্ত ব্যাটিং করে মুম্বাইকে এগিয়ে নিয়ে যেতে থাকেন সূর্যকুমার যাদব। তাকে যোগ্য সঙ্গত দেন তিলক ভার্মা। সূর্যকুমার যাদব ৩৬ বলে ৫২ রান করে কামিন্সের শিকার হন। তিলক ভার্মা অপরাজিত থাকেন ৩৮ রানে। দুজনেই দুরন্ত ব্যাটিং করেন। শেষদিকে নেমে ৫ বলে ২২ রান করে মুম্বাইয়ের ইনিংসকে ১৬৯-এ নিয়ে যান।
এরপর ব্যাট করতে নেমে ফের অজিঙ্কা রাহানে-কে দ্রুত হারায় কেকেআর। ভালো শুরু করেও স্যামসের শিকার হয়ে ফেরেন শ্রেয়স। অতি আগ্রাসী হতে গিয়ে নিজের উইকেট খোয়ান নীতিশ রানা। কিন্তু অপর প্রান্ত সামলে রেখেছিলেন ভেঙ্কটেশ আইয়ার। দুরন্ত ব্যাটিং করে নিজের অর্ধশতরান পূর্ন করেন তিনি। এরই মাঝে রাসেল ঝড় মুম্বাই বোলিংয়ে গ্রাস করার আগেই তাকে ফিরিয়ে দেন টাইমাল মিলস। কিন্তু তারপর যা হলো তাকে বিশেষণের সাহায্যে ব্যাখ্যা করা সহজ নয়। রাসেল আউট হওয়ার পর চলতি আইপিএলে আজ ম্যাচে প্রথমবার ব্যাট হাতে নেমেছিলেন অজি টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। নামার পর থেকেই যেন ধ্বংসযজ্ঞে মাতলেন তিনি। শুরুটা করেছিলেন মিলসকে গ্যালারিতে পাঠিয়ে। তারপর বুমরার ওভারে দুটি ডট বল খেলার পর শেষ ৩ বলে করেন ১১ রান। রাসেল আউট হলেও ম্যাচ তখন কেকেআরের পক্ষেই একটু ঝুঁকে রয়েছে। কিন্তু মুম্বাইয়ের লড়াইয়ের জায়গা ছিল। সেই সমস্ত আশা আকাঙ্ক্ষাকে নিজের ব্যাটের ধাক্কায় আরব সাগরে ছুড়ে ফেলে দিলেন কামিন্স। ৩০ বলে ৩৬ রান বাকি থাকা অবস্থায় বল করতে এসেছিলেন ড্যানিয়েল স্যামস। তার ওভারের এক বল বাকি থাকতেই খেলা শেষ করে দিলেন কামিন্স। ৬, ৪, ৬, ৬, nb, ৪, ৬, কখনো ফাইন লেগের ওপর দিয়ে, কখনও বোলারের মাথার ওপর দিয়ে, ব্যাট হাতে তান্ডব নাচলেন কেকেআরের তারকা অলরাউন্ডার। আজ বল হাতে ৪৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন। ব্যাট হাতে সবকিছু পুসিয়ে দিলেন। ছুঁয়ে ফেললেন লোকেশ রাহুলের করা ১৪ বলে অর্ধশতরানের রেকর্ড যা আইপিএলের ইতিহাসে দ্রুততম। অপরপ্রান্তে ৫০ রান করা সেট ব্যাটার ভেঙ্কটেশ আইয়ার তখন গোটা স্টেডিয়ামের মতোই একজন অবাক দর্শক। সেইসঙ্গে কেকেআরকে এনে দিলেন নিজেদের তৃতীয় জয়। আইপিএল ২০২২-এ টানা তৃতীয় হার স্বীকার করে পয়েন্টস টেবিলের তলানিতে তলিয়ে গেল রোহিতের মুম্বাই।