গিলের হাফ সেঞ্চুরি আর মাভি-ফার্গুসনদের আগুনে বোলিংয়ে প্লে অফের আশা জিইয়ে রাখল KKR

বাংলা হান্ট ডেস্কঃ আজ দিনের শুরুতে সিএসকের বিরুদ্ধে প্রথম ম্যাচে দুর্ধর্ষ জয় তুলে নিয়েছিল পাঞ্জাব। যদিও তাতে লীগ টেবিলে তেমন কোন বড় প্রভাব পড়েনি, তবে আজ দ্বিতীয় ম্যাচটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল কলকাতার জন্য। কারণ আজকের ম্যাচে জয় তাদের দিতে পারত প্লে-অফের অক্সিজেন। তবে এদিন টসের ভাগ্য অবশ্য ভালো ছিলনা মর্গ্যানের, টসে জিতে দিন প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। কিন্তু কার্যত চূড়ান্ত ব্যর্থতায় পর্যবসিত হয় সেই সিদ্ধান্ত।

শুরু থেকেই ফের একবার দুরন্ত ফর্মে ছিল গিল ভেঙ্কটেশ জুটি। ৩৮ রানের মাথায় রাহুল তেওয়াটিয়ার বলে ভেঙ্কটেশ প্যাভিলিয়নে ফিরলেও এদিন ফের একবার নিজের সুন্দর হাফ সেঞ্চুরি পূর্ণ করেন শুভমান গিল। আজ নীতিশ রানা সেভাবে সঙ্গ দিতে না পারলেও কার্যত গিলের ৫৬ রানের দৌলতে লড়াইয়ের জন্য উপযুক্ত স্কোরে পৌঁছে যায় কেকেআর।, ভালই ফিনিশিং টাচ দেন রাহুল ত্রিপাঠী, দীনেশ কার্তিক এবং মর্গ্যান। শেষ অবধি নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭১ রান তোলে কেকেআর।

অবশ্যই কলকাতার জন্য সবথেকে বড় ভূমিকা নেন শুভমান গিল। ৪৪ বলে ৫৬ রানের ইনিংস আজ তিনি সাজিয়েছিলেন চারটি বাউন্ডারি এবং দুটি ওভার বাউন্ডারি দিয়ে। জবাবে ব্যাট করতে নেমে কার্যত শুরু থেকেই উইকেট হারাতে শুরু করে রাজস্থান। কেকেআরের আগুনে বোলিংয়ের সামনে এদিনও রীতিমতো অসহায় আত্মসমর্পণ করতে দেখা যায় রাজস্থানের ব্যাটিং অর্ডারকে। একমাত্র শিবমের ১৮ ছাড়া দুই অঙ্কের স্কোরেও পৌঁছতে পারেননি কেউই। অন্যদিকে আজ রীতিমতো বল হাতে আগুন ঝরাচ্ছিলেন মাভি এবং ফার্গুসন। কার্যত এই জুটিই আজ ভেঙে দেয় রাজস্থানের টপ অর্ডারের কোমর।

লোয়ার অর্ডারে অবশ্য একা হাতে কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন রাজস্থানের ম্যাজিক ম্যান রাহুল তেওয়াটিয়া। কিন্তু সঙ্গীর অভাবে আজ শুরু থেকেই ভুগতে হয় তাকে। ফর্মে থাকা রাহুলকে এত নিচের দিকে পাঠানোর কারণও বোধগম্য হয়নি অনেক বিশ্লেষকদেরই। লোয়ার অর্ডার চেতন সাকারিয়া, জয়দেব উনাদকটদের নিয়ে কিছুক্ষণ লড়াই চালালেও উইকেট পাওয়া যে শুধুমাত্র সময়ের অপেক্ষা তা বুঝতে কোন অসুবিধা হচ্ছিল না কেকেআরের। এরই মাঝে দুর্ভাগ্যজনকভাবে রানআউট হন চেতনও। ফলে ৯ উইকেট হারিয়ে ৮৪ রানে কার্যত ধুঁকছিল রাজস্থান। আর অন্যদিকে সঙ্গীর অভাবে বিশেষ কিছু করার ছিল না রাহুলেরও। শেষ পর্যন্ত ৪৪ রানের মাথায় শিভম মাভির বলে বোল্ড হন তিনি। ফলতো আজ ৮৬ রানের বিশাল জয় তুলে নেয় কেকেআর। কলকাতার হয়ে এদিন মাত্র ২১ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন মাভি, অন্যদিকে তিনটি উইকেট শিকার করেন ফার্গুসন। একটি উইকেট পান বরুণ চক্রবর্তী। এই জয়ের ফলে আপাতত প্লে অফের জিইয়ে রাখল মর্গ্যান বাহিনী।

 

 

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর