ত্রাতার ভূমিকায় নীতিশ রানা, রুদ্ধশ্বাস ম্যাচে দিল্লি জয় কলকাতার

বাংলা হান্ট ডেস্কঃ নিজেদের গত ম্যাচে জয়ের পর স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসে ভরপুর ছিল কলকাতা দিল্লির দুই শিবিরই। আজ শারজায় তাই জমজমাট লড়াই দেখার আশায় ছিল সমর্থকরা। টসে জিতে এদিন প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কলকাতার অধিনায়ক ইয়ন মর্গ্যান। আজ কার্যত দুর্দান্তভাবে সাফল্য পেয়েছে তার এই সিদ্ধান্ত। কেকেআরের আগুনে বোলিংয়ে শুরু থেকেই ব্যাকফুটে চলে গিয়েছিল দিল্লি। আজ মাত্র ২৪ রানেই শিখর ধাওয়ানকে সাজঘরে ফেরান লকি ফার্গুসন। উইকেটে শ্রেয়াসকেও বেশিক্ষণ টিকতে দেননি নারিন। এরপর অবশ্য ওপেনার স্টিভ স্মিথের সঙ্গে কিছুক্ষণ হাল ধরেছিলেন পন্থ।

কিন্তু ৩৯ রানের মাথায় স্টিভ স্মিথও বোল্ড হন ফার্গুসনের বলে। এরপর থেকেই কার্যত ভেঙে পড়ে দিল্লির ব্যাটিং লাইনআপ। হেটমায়ার, ললিত যাদব, অক্ষর প্যাটেল কিম্বা রবীচন্দ্রন অশ্বিন কেউই আজ সেভাবে সাহায্য করতে পারেননি। এরই মাঝে ৩৯ রানের মাথায় দুর্ভাগ্যজনকভাবে রান আউট হন পন্থও। যার ফলে ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৭ রানেই শেষ হয়ে যায় দিল্লির লড়াই। কেকেআরের হয়ে দুটি করে উইকেট তুলে নেন ফার্গুসন, ভেঙ্কটেশ এবং নারিন। এছাড়া একটি উইকেট শিকার করেন সাউদি।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি কেকেআরেরও। ত্রিপাঠি এবং আইয়ারকে আজ দ্রুতই হারিয়ে ফেলেছিল কলকাতা। ৩০ রান করে শুভমান কিছুটা আশা জাগালেও শেষ অবধি টিকে থাকে কেকেআরকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিতে পারেননি তিনি। তবে একদিকে লাগাতার উইকেট পতন জারি থাকলেও কার্যত কেকেআরের ত্রাতা হয়ে ওঠেন নীতিশ রানা। একদিকে যেমন হাল ধরেছিলেন তিনি, তেমনই আবার খারাপ বলকে বাউন্ডারিতে পাঠাতেও কোন ভুল করেননি।

https://twitter.com/KKRiders/status/1442846890240970755?s=19

শেষবেলায় কিছুটা তার সঙ্গ দেন সুনীল নারিন। বলের পর ব্যাট হাতেও ২১ রানের গুরুত্বপূর্ণ যোগদান রাখেন তিনি। যার জেরে জয় অনেকটাই সহজ হয়ে গিয়েছিল কেকেআরের জন্য। শেষ পর্যন্ত নীতিশ রানার অপরাজিত ৩৬ রানের দৌলতে জয়ের জন্য প্রয়োজনীয় লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা। যদিও শেষ বেলায় পরপর উইকেট হারানোয় ম্যাচ কিছুটা শক্ত হয়ে গিয়েছিল কলকাতার জন্য তবে শেষ পর্যন্ত ৩ উইকেটে জয় তুলে নিতে কোন অসুবিধা হয়নি তাদের।

 


Abhirup Das

সম্পর্কিত খবর