বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আরও একবার ম্যাচ গড়ালো শেষ ওভারের শেষ বল অবধি। দাঁড়িপাল্লার পাল্লা কখনো ঝুললো কলকাতার দিকে, আবার কখনো ঝুললো পাঞ্জাবের দিকে। কিন্তু শেষ পর্যন্ত নীতিশ রানা জয়ের যে রাস্তা দেখে দিয়ে গিয়েছিলেন সেই রাস্তা দিয়ে হেঁটেই দুর্দান্ত আগ্রাসী ব্যাটিং করে দলকে জয় এনে দিলেন রিঙ্কু সিং এবং আন্দ্রে রাসেল। সেই সঙ্গে পয়েন্টস টেবিলে ৫ নম্বরে উঠে গেল কলকাতা নাইট রাইডার্স। বরুণ চক্রবর্তীদের অসাধারণ পারফরম্যান্স মনে থেকে যাবে ভক্তদের।
আজ যদিও টসে যেতেছিল পাঞ্জাব কিংস। ইডেনের উইকেটের ব্যাটিং-বান্ধবতার কথা মাথায় রেখে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন শিখর ধাওয়ান। কিন্তু ইনিংস শুরু হওয়ার পর দেখা গেল যে স্পিনাররা অত্যন্ত বেশি সাহায্য পাচ্ছেন এই পিচ থেকে। তার মধ্যেও শিখর ধাওয়ান টপ অর্ডারে ৪৭ বলে ৫৭ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।
তবে পাঞ্জাব কিংসকে করুণ অবস্থা থেকে ভালো স্কোরের দিকে নিয়ে যায় তিনটি ক্যামিও। ঋষি ধাওয়ানের ১১ বলে ১৯, শাহরুখ খানের ৮ বলে ২১ এবং হরপ্রীত ব্রারের ৯ বলে ১৭ রানের ক্যামিও পাঞ্জাব কিংসকে নিয়ে যায় ১৭৯ অবধি। দুর্দান্ত বোলিং করেছেন তবে তাদের মধ্যে আলাদা করে নজর কেড়েছেন বরুন চক্রবর্তী। নিজের চারো ঘরে মাত্র ২৬ রান দিয়ে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন কেকেআর স্পিনার।
এরপর রান তারা করতে নেমে গুরবাজ (১৫) এবং রয় (৩৮) আগ্রাসী ভাবে শুরু করেছিলেন। কিন্তু কেউই বড় ইনিংস খেলতে পারেননি। ভেঙ্কটেশ আইয়ার আজ গোড়ালিতে চোট নিয়ে চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তাই তিনি সফল হতে পারেননি। অধিনায়ক নীতিশ রানা আজ অত্যন্ত দায়িত্বের সাথে ব্যাটিং করেছেন। তবে তিনি ৩৮ বলে ৫১ রানের ইনিংস খেলে আউট হওয়ার পর ম্যাচের সেরা পাঞ্জাব।
তবে ১৯ তম ওভারে পাঞ্জাবের জয়ের যাবতীয় আসায় জল ঢেলে দেন আন্দ্রে রাসেল। ব্যাট হাতে চলতি আইপিএলে কয়েকটি ভদ্রস্থ ইনিংস খেললেও চিরপরিচিত রাসেলকে এতদিন যেন দেখা যাচ্ছিল না। কিন্তু আজ ২৩ বলে তিনটি চার ও তিনটি বিশাল ছক্কা সহ ৪২ রান করেন তিনি। শেষ ওভারে অর্শদীপ মরিয়া চেষ্টা করেছিলেন দলকে জেতা নয়। কিন্তু তার হাতে ছিল মাত্র ৬ রান। রাসেল আউট হওয়ার পর শেষ বলে দুই রানের প্রয়োজন ছিল দলের। আরো একবার স্নায়ুর চাপ সামলে বাউন্ডারি মেরে দলকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জয়টি এনে দেন রিঙ্কু সিং (২১)। চলতি মরশুমে কেকেআরের সবচেয়ে বড় ম্যাচ উইনার হয়ে উঠেছেন তিনি।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা