কপাল খুলল KKR-এর এই তারকা প্লেয়ারের! জিম্বাবোয়ে সফরের ভারতীয় স্কোয়াডে হল “এন্ট্রি”

   

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই শেষ হয়েছে T20 বিশ্বকাপ (ICC Men’s T20 World Cup)। এদিকে, বিশ্বকাপ চলাকালীনই BCCI (Board of Control for Cricket in India)-র তরফে ভারতের পরবর্তী জিম্বাবোয়ে সফরের জন্য ঘোষণা করা হয়েছে দল (India National Cricket Team)। মূলত, এই সফরে পাঁচ ম্যাচের T20 সিরিজ খেলবে ভারত। যার জন্য ঘোষণা করা হয়েছে ১৫ জনের ভারতীয় দল।

এদিকে, দল ঘোষণার একদিন পরেই ভারতীয় নির্বাচকদের স্কোয়াডে পরিবর্তন করতে হয়। মূলত, প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া নীতীশ রেড্ডি চোটের সম্মুখীন হওয়ায় ওই স্কোয়াডে স্থান পেয়েছেন শিবম দুবে। এদিকে, এই সফরের জন্য স্কোয়াডের ক্ষেত্রে ফের রদবদলের বিষয়ে মঙ্গলবার BCCI-এর তরফে তথ্য সামনে আনা হয়েছে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, T20 বিশ্বকাপের স্কোয়াডে থাকা ভারতের তিন তারকা যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন এবং শিবম দুবে জিম্বাবোয়ে সফরের জন্য দ্রুত যোগ দিতে পারবেন না। মূলত, বিশ্ব চ্যাম্পিয়ন দলের সাথে তাঁরা প্রথমে দেশে ফিরে তারপরে উড়ে যাবেন জিম্বাবোয়ের উদ্দেশ্যে।

KKR's star player gets "entry" into Indian squad for Zimbabwe tour.

এদিকে, সাম্প্রতিক সময়ে ভারতীয় দল আটকে রয়েছে বার্বাডোজে। T20 বিশ্বকাপের ফাইনাল সম্পন্ন হয়েছিল এখানেই। এমন পরিস্থিতিতে, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন এবং শিবম দুবের পরিবর্ত ক্রিকেটার বেছে নিলেন জাতীয় নির্বাচকরা। জানা গিয়েছে যে, জিম্বাবোয়ে সফরের প্রথম ২ টি T20 ম্যাচের জন্য নির্বাচকরা স্কোয়াডে অন্তর্ভুক্ত করলেন সাই সুদর্শন, জিতের শর্মা এবং হর্ষিত রানাকে। তবে, রিঙ্কু সিং এবং খলিল আহমেদ বার্বাডোজ থেকেই পৌঁছে যাবেন জিম্বাবোয়ে। তাঁরা T20 বিশ্বকাপের রিজার্ভ ক্রিকেটার ছিলেন।

আরও পড়ুন: পাত্তা পাবেনা আম্বানির ১৫,০০০ কোটির অ্যান্টিলিয়া! ভারতের সবথেকে বড় বাড়িতে বাস করেন এই মহিলা

উল্লেখ্য যে, সাই সুদর্শন বর্তমানে সারের হয়ে খেলছেন কাউন্টি ক্রিকেট। তাই, তিনি ইংল্যান্ড থেকেই পৌঁছবেন জিম্বাবোয়ে। জানিয়ে রাখি যে, জিম্বাবোয়ে সফরে ৫ টি T20 ম্যাচে ভারতের হয়ে অধিনায়কত্ব করবেন শুভমান গিল। এমতাবস্থায়, মঙ্গলবারই ভারতীয় দল পাড়ি দিয়েছে জিম্বাবোয়ের উদ্দেশ্যে।

আরও পড়ুন: “যেকোনও দেশই সন্ত্রাসবাদের নিন্দা করবে, কিন্তু…’, ভারত-পাকিস্তান সম্পর্কে এবার বিরাট প্রতিক্রিয়া আমেরিকার

জিম্বাবোয়ে সফরের প্রথম ২টি T20 ম্যাচের জন্য ভারতীয় স্কোয়াড: শুভমন গিল (ক্যাপ্টেন), সাই সুদর্শন, রুতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), হর্ষিত রানা, রিয়ান পরাগ, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, আবেশ খান, খলিল আহমেদ, মুকেশ কুমার ও তুষার দেশপান্ডে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর