বিয়ের দু’বছর পর এল “গুড নিউজ”! বাবা-মা হতে চলেছেন রাহুল-আথিয়া, শুভেচ্ছার বন্যা সোশ্যাল মিডিয়ায়

বাংলা হান্ট ডেস্ক: টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার কেএল রাহুল (KL Rahul) বাবা হতে চলেছেন। তাঁর স্ত্রী আথিয়া শেঠি সন্তানের জন্ম দেবেন। রাহুল নিজেই এই “গুড নিউজ” অনুরাগীদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। যেখানে রাহুল জানান, ২০২৫ সালে তাঁদের জীবনে নতুন সদস্য আসবে।

বাবা-মা হতে চলেছেন রাহুল (KLRahul)-আথিয়া:

এদিকে, এই খুশির খবর প্রকাশে আসতেই রাহুল (KL Rahul) এবং আথিয়ার অনুরাগীরা তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। অনেক তারকারাও কমেন্ট করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, বর্তমানে রাহুল অস্ট্রেলিয়া সফরে রয়েছেন। তিনি বর্ডার-গাভাস্কার ট্রফির জন্য টিম ইন্ডিয়ার একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বিবেচিত হচ্ছেন।

 

View this post on Instagram

 

A post shared by Athiya Shetty (@athiyashetty)

শুক্রবার সন্ধ্যায় ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন রাহুল (KL Rahul)। যেখানে তিনি জানান যে, আথিয়া মা হতে চলেছেন। ২০২৫ সালে তাঁদের সন্তানের জন্ম হবে। উল্লেখ্য যে, রাহুল ও আথিয়ার বিয়ে হয় ২০২৩ সালে। এই তারকা দম্পতির বিয়ে সেই সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। রাহুল এবং আথিয়ার ঘনিষ্ঠ বন্ধুরা তাঁদের বিয়েতে আমন্ত্রিত ছিলেন। এমতাবস্থায়, বিয়ের দু’বছর পর এবার মা হতে চলেছেন আথিয়া।

আরও পড়ুন: হয়ে যান সতর্ক! WhatsApp-এ ভিডিও শেয়ার করার আগে জেনে রাখুন এই নিয়ম, নাহলেই যেতে হবে জেলে

কেএল রাহুল অস্ট্রেলিয়া সফরে গিয়েছেন: রাহুল (KL Rahul) বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন। তিনি ভারত এ এবং অস্ট্রেলিয়া এ-এর ​​মধ্যে মেলবোর্নে অনুষ্ঠিত হওয়া আনঅফিশিয়াল টেস্টের অংশ। তবে, এই ম্যাচে এখনও বিশেষ নজর কাড়তে পারেননি রাহুল। ওপেনার হিসেবে প্রথম ইনিংসে ১৭ রান করে আউট হন তিনি। দ্বিতীয় ইনিংসে মাত্র ১০ রান করেন। এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও বিশেষ কিছু করতে পারেননি রাহুল।

আরও পড়ুন: একের পর এক ঝটকা! আয় কমার পর এবার এক ধাক্কায় ৪.২ লক্ষ কোটি টাকা উধাও হল আম্বানির

খারাপ ফর্মের সঙ্গে লড়াই করছেন: সামগ্রিকভাবে বলতে গেলে কেএল রাহুল (KL Rahul) সাম্প্রতিক সময়ে খারাপ ফর্মের সাথে লড়াই করছেন। এই কারণে তাঁকে সমালোচনার মুখেও পড়তে হয়েছে। সম্প্রতি অস্ট্রেলিয়া এ-এর বিরুদ্ধেও বড় ইনিংস খেলতে পারেননি রাহুল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়েছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে ১২ রান করে আউট হন রাহুল। যদিও বাংলাদেশের বিরুদ্ধে হাফ-সেঞ্চুরি করেছিলেন তিনি।

ad

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর