প্রোটিয়াদের বিরুদ্ধে নামার আগে জোড়া ধাক্কা খেল ভারত! চোটের জন্য বাদ রাহুল সহ দুই! ইনি নতুন ক্যাপ্টেন

বাংলা হান্ট নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা খেল ভারতীয় দল। কাল থেকে নয়াদিল্লিতে প্রোটিয়াদের মুখোমুখি হওয়ার কথা মেন ইন ব্লুজদের। কুঁচকির ডান দিকে চোট পেয়ে ছিটকে গেলেন এই সিরিজের জন্য ভারতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া লোকেশ রাহুল। গোটা সিরিজেই তিনি আর মাঠে নামতে পারবেন না। রাহুল একা নন, নেটে ব্যাটিং অনুশীলন করতে গিয়ে ডান হাতে চোট পেয়ে ছিটকে গেলেন কুলদীপ যাদবও। দুজনেই সদ্যসমাপ্ত আইপিএলে দুরন্ত ফর্মে ছিলেন। ভারতের কাছে বড় ধাক্কা হতে পারে এই সিরিজে দুজনের না থাকাটা।

বাধ্য হয়েই তাই নির্বাচক কমিটি এই সিরিজের অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছেন রিশভ পন্থের ওপরে। যদিও অনেকেই চেয়েছিলেন সাম্প্রতিক ফর্মের ভিত্তিতে হার্দিক পান্ডিয়ার হাতে নেতৃত্বের দায়ভার তুলে দেওয়া হোক, কারণ সম্প্রতি গুজরাট টাইটান্স তার অধিনায়কত্বে আইপিএল ট্রফি ঘরে তুলেছে। কিন্তু তাকে অধিনায়কের বদলে সহ-অধিনায়ক করা হয়েছে।

বিসিসিআই জানিয়েছে যে আপাতত দুই খেলোয়াড়ের কোনও বদলি ক্রিকেটারকে দলে সামিল করা হচ্ছে না। দুজনকেই বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিপোর্ট করতে বলা হয়েছে। দুজনের চোট পরীক্ষা করে তারপর বাকি সিদ্ধান্ত নেওয়া হবে।

বর্তমান ভারতীয় স্কোয়াড:

রিশভ পন্থ (অধিনায়ক, উইকেট-রক্ষক), ঋতুরাজ গায়কোয়াড, ঈশান কিষান, দীপক হুডা, শ্রেয়স আইয়ার, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল , রবি বিশ্নই, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, আভেশ খান, অর্শদীপ সিং এবং উমরান মালিক।


Reetabrata Deb

সম্পর্কিত খবর