রোহিত শর্মা ছাড়াও বড় দাবিদার আরও দুই প্লেয়ার, ওয়ানডেরও অধিনায়কত্ব যেতে পারে কোহলির

বাংলা হান্ট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই বিরাট কোহলি জানিয়েছিলেন বিশ্বকাপের পর দলের অধিনায়কত্ব ছাড়তে চলেছেন তিনি। সেই সূত্র ধরেই নতুন অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন রোহিত শর্মা। ইতিমধ্যেই অধিনায়ক হিসেবে নিজের প্রথম সিরিজ জয়ও পকেটস্থ করেছেন তিনি। তবে বিভিন্ন সূত্রে রিপোর্ট অনুযায়ী শুধু টি-টোয়েন্টি নয় এবার হয়তো বা একদিনের ম্যাচের অধিনায়কত্ব থেকেও সরে দাঁড়াতে পারেন বিরাট। সে ক্ষেত্রে কে হতে পারেন নতুন অধিনায়ক নিয়ে ফের একবার শুরু হয়েছে জল্পনা।

একথা ঠিক যে এগিয়ে থাকবেন রোহিত শর্মাই। বিরাটের পর তিন ফরম্যাটে সবথেকে নির্ভরযোগ্য খেলোয়াড় তিনি। তাছাড়া অধিনায়কত্বেরও বিপুল অভিজ্ঞতা রয়েছে হিটম্যানের। তাই তার হাত ধরে আগামী দিনে দল যে আরও এগিয়ে যাবে এ নিয়ে কোন সন্দেহ নেই। কিন্তু অনেক বিশ্লেষকদের মতে এবার হয়তোবা বিসিসিআই তাকাতে পারে তরুণ কোন অধিনায়কের দিকে। এক্ষেত্রে রোহিতের সামনে বাধা হল তার বয়স, 2023 সালের বিশ্বকাপ আসতে আসতে প্রায় 35 বছরে পৌঁছে যাবেন রোহিত শর্মা, তাই নতুন অধিনায়কের দিকে তাকাতেই হবে ভারতকে। সেই সূত্র ধরে উঠে আসছে দুই খেলোয়াড়ের নাম। একজন হলেন টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক কে এল রাহুল এবং অন্যজন হলেন ঋষভ পান্থ।

thequint 2021 03 cebe507c 8f62 4be0 ad50 a68498225798 Virat Kohli and KL Rahul

কে এল রাহুলঃ

তরুন ব্রিগেডের তালিকায় একজন ভীষন বড় দাবিদার হতে চলেছেন কে এল রাহুলও। বিরাট রোহিতদের পরবর্তী প্রজন্ম হিসেবে ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেটের বড় স্তম্ভ হয়ে উঠেছেন তিনি। শুধু তাই নয় একদিকে তার কাছে যেমন রয়েছে আইপিএলের অভিজ্ঞতা তেমনি মনে রাখতে হবে নতুন কোচ রাহুল প্রথম পছন্দ হিসেবে রোহিতের নাম করলেও দ্বিতীয় পছন্দ হিসেবে নাম করেছেন কে এল রাহুলরেই। তাই তার দাবি অনেকটাই বেড়ে যায়। শুধু তাই নয় ইতিমধ্যেই টী টোয়েন্টিতে একদিকে যেমন অধিনায়কত্ব পেয়েছেন রোহিত তেমনি সহ অধিনায়ক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে রাহুলকে। তাই অনেকেই মনে করছেন বিশ্বকাপের কথা মাথায় রেখে বিসিসিআই যদি আগামীর দিকে তাকাতে চায় সেক্ষেত্রে তারা যেতেই পারেন রাহুলের দিকে।

Rishabh Pant 7 768x461 1

ঋষভ পন্থঃ

কোহলির পর অধিনায়ক হিসাবে দাবি পেশ করার ক্ষত্রে যথেষ্ট এগিয়ে থাকবেন ঋষভ পন্থও। কারণ একদিকে যেমন ভারতের হয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টগুলিতে প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা রয়েছে পন্থের তেমনি আবার অন্যদিকে এবার দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়কত্ব ভালোভাবেই সামলাচ্ছেন এই খেলোয়াড়। অনেক ক্রিকেট বিশ্লেষকই বলেছেন পন্থ একজন বুদ্ধিমান ক্রিকেটার। আর তাই আগামী দিনে অধিনায়ক হিসেবে তাকেও নিজের দাবি পেশ করতে দেখা যেতে পারে ।

 


Abhirup Das

সম্পর্কিত খবর