বাংলা হান্ট ডেস্কঃ লর্ডসে দুরন্ত জয়ের পর লিডসে যেভাবে পরাজয় স্বীকার করতে হয়েছে ভারতকে, তাতে আত্মবিশ্বাসে যে নিশ্চয়ই ধাক্কা লেগেছে বিরাট বাহিনীর। অন্যদিকে সিরিজে সমতা ফিরিয়ে এখন নতুন করে উজ্জীবিত ইংল্যান্ড। এবার মুখোমুখি যুদ্ধ ওভালে, ২ তারিখ শুরু হতে চলা এই টেস্টের আগে ভারতের জন্য খারাপ খবর হল ওভালে প্রায় ৫০ বছর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ জয় পেয়েছিল তারা। তবে এরমধ্যে একটি সুখবরও রয়েছে, যা ভারতকে নতুন করে আত্মবিশ্বাস জোগাতে পারে।
ভারতীয় দলেই রয়েছেন এমন দুই ব্যাটসম্যান যারা এর আগেও ওভালে সেঞ্চুরি পেয়েছেন। আর তাদের মধ্যে একজন তো এই সিরিজের রয়েছেন দুরন্ত ফর্মে। ২০১৮ সালের টেস্ট সিরিজে ওভালে যে দুই ভারতীয় ব্যাটসম্যান সেঞ্চুরি করেন তারা হলেন কে এল রাহুল এবং ঋষভ পান্থ। যদিও দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১২১ রানেই অর্ধেক দলকে হারিয়ে ফেলেছিল ভারত। কিন্তু এই ইনিংসেই কুড়িটি মন মাতানো বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি সাহায্যে ১৪৯ রানের দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছিলেন কে এল রাহুল। ইতিমধ্যে এই সিরিজেও একটি সেঞ্চুরি করে ফেলেছেন রাহুল, তাই ভারত অবশ্যই চাইবে ওভালেও নিজের দুরন্ত ফর্ম বজায় রাখুন এই ওপেনিং ব্যাটসম্যান।
অন্যদিকে পান্থের জন্য এই সিরিজ অবশ্য এখনও তেমন ভালো যায়নি। কিন্তু ওভালে এর আগে ১৫টি বাউন্ডারি এবং চারটি বিশাল ছক্কা দিয়ে সাজানো ১১৪ রানের সুন্দর ইনিংস উপহার দিয়েছিলেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। তাই ভারত নিশ্চয়ই চাইবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে ফের একবার নিজেকে ম্যাচ উইনার হিসেবে প্রমাণ করুন পান্থ। তিন বছর আগের ইনিংস নিশ্চয়ই কনফিডেন্স দেবে পান্থকেও।
তবে মনে রাখতে হবে গতবার দুই ব্যাটসম্যানের সেঞ্চুরি সত্বেও ওভাল জিততে পারেনি ভারত। ১১৮ রানে সেবার ম্যাচ জিতে নিয়েছিল ইংল্যান্ড, শুধু তাই নয়, সিরিজে দুর্দান্ত ফর্মে থাকা জো রুটও ওভালে ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি পেয়েছিলেন সেই ম্যাচে। সুতরাং তার আত্মবিশ্বাসও যে তুঙ্গে থাকবে তা বলাই বাহুল্য। তবে সব মিলিয়ে লড়াইটা যে জমে যাবে এ নিয়ে কোন সন্দেহ নেই।