অবশেষে রাহুলকে দল থেকে ছাঁটলেন রোহিত শর্মা, বাদ পড়লেন শামিও! দলে এলেন পিতৃহারা উমেশ যাদব

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ থেকে আরম্ভ হয়েছে ইন্দোর টেস্ট (Indore Test)। বর্ডার-গাভাস্কার ট্রফির (Border-Gavaskar Trophy) তৃতীয় ম্যাচে অবশেষে সমর্থকদের প্রত্যাশা পূরণ করলেন রোহিত শর্মা। ভারতীয় দলে এই টেস্টের জন্য দুটি পরিবর্তন করা হয়েছে। দল থেকে বাদ পড়েছেন ওপেনার লোকেশ রাহুল (KL Rahul)। এই সিদ্ধান্তটা অবশ্য প্রত্যাশিতই ছিল। সমর্থকদের যেটি অবাক করেছে, সেটি হলো ইন্দোর টেস্টের দল থেকে মহম্মদ শামির (Md Shami) বাদ পড়া।

অথচ শামি রীতিমতো ভালো ছন্দে ছিলেন এই সিরিজে। স্পিনারদের জন্য আদর্শ পরিবেশে খেলা হলেও তিনি ধারাবাহিকভাবে সাফল্য পাচ্ছিলেন ভারতীয় দলের হয়ে। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে যে শামিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ওডিআই বিশ্বকাপের আগে সম্পূর্ণ তরতাজা অবস্থায় রাখতে চাই ম্যানেজমেন্ট। তিনি আইপিএলেও গুজরাট টাইটান্সের হয়ে পুরো মরশুম খেলবেন। আরে লোকে রাহুলকে বাদ পড়তে হয়েছে খুব স্বাভাবিক কারণে। ২ টেস্টের ৩ ইনিংসে তার ব্যাট থেকে এসেছে মাত্র ৩৮ রান।

ভারতীয় দলে ফিরেছেন শুভমান গিল। গত বাংলাদেশ সফরে টেস্ট সিরিজে রোহিত শর্মার অনুপস্থিতিতে ওপেন করতে নেমে শতরান করেছিলেন এই পাঞ্জাবের ওপেনার। এছাড়া সীমিত ওভারের ক্রিকেটেও দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি। অপরদিকে শামিকে বিশ্রাম দিয়ে দলে ফেরানো হয়েছে সদ্য পিতৃহারা উমেশ যাদবকে। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন ভারতীয় তারকা পেসার।

kl rahul, shubman gill

শুধুমাত্র ভারতীয় দলেই নয় অস্ট্রেলিয়া দলেও রয়েছে এসব পরিবর্তন। অধিনায়ক এবং দলের প্রধান পেসার প্যাট কামিন্স পারিবারিক সমস্যার কারণে অস্ট্রেলিয়া ফিরে গেছেন। তার জায়গায় দলে এসেছেন বাঁ-হাতি তারকা পেসার মিচেল স্টার্ক। তবে তিন স্পিনার নিয়েই মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে অজিরা। রেনেঁশ-এর পরিবর্তে দলে জায়গা পেয়েছে অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন। এই মুহূর্তে টসে জিতে ব্যাটিং করছে ভারতীয় দল। প্রতিবেদনটি লেখার সময় ৫ ওভার শেষে কোনও উইকেট না খুঁইয়ে ভারতের স্কোর ২৬।

ভারতীয় একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, শ্রীকর ভরত, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, মহম্মদ সিরাজ

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর