বাংলা হান্ট ডেস্ক: টিম ইন্ডিয়ার তারকা উইকেটরক্ষক ব্যাটার কেএল রাহুল (KL Rahul) শুক্রবার তাঁর কন্যার নাম সামনে আনলেন। উল্লেখ্য যে, রাহুলের কন্যা জন্মগ্রহণ করে গত মাসের ২৪ মার্চ। তবে, রাহুল আজ অর্থাৎ শুক্রবার তাঁর মেয়ের নাম উপস্থাপিত করলেন। এমন পরিস্থিতিতে, কিছু অনুরাগী জানতে চেয়েছেন যে কেন রাহুল আজকের দিনটিকেই এইজন্য বেছে নিলেন? আসলে, এর পেছনে একটি বিশেষ কারণ রয়েছে।
কন্যার নাম সামনে আনলেন রাহুল (KL Rahul):
জানিয়ে রাখি যে, কেএল রাহুল (KL Rahul) এবং অভিনেত্রী আথিয়া শেঠি তাঁদের মেয়ের নাম রেখেছেন “ইভারা”। এদিকে আজ হল কেএল রাহুলের জন্মদিন। তাই এই বিশেষ দিনেই মেয়ের নাম সামনে আনলেন রাহুল। তিনি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে, কেএল রাহুল তাঁর কন্যা ইভারাকে কোলে নিয়ে আছেন এবং স্ত্রী আথিয়া ইভারার দিকে তাকিয়ে রয়েছেন।
KL Rahul and Athiya Shetty named their daughter “Evaarah” – Gift of God ❤️ pic.twitter.com/6RzEBc02a6
— Pluto (@PlutoReddy) April 18, 2025
পাশাপাশি, ওই পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “আমাদের কন্যা, আমাদের সবকিছু। ইভারা – ঈশ্বরের উপহার।” জানিয়ে রাখি যে ইভারা মানে হল ঈশ্বরের উপহার। প্রসঙ্গত উল্লেখ্য, কেএল রাহুল (KL Rahul) এবং অভিনেত্রী আথিয়া শেঠি ২০২৩ সালের ২৩ জানুয়ারি, বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের কন্যা সন্তানের জন্ম হয় গত ২৪ মার্চে।
আরও পড়ুন: কিশোরকে খুন করেও ক্ষান্ত নন, ৪ বছর ধরে মৌলানা যা করলেন….. জানাজানি হতেই শিউরে উঠছেন সকলে
এদিকে, ইতিমধ্যেই কেএল রাহুলের (KL Rahul) কন্যার নাম অনুরাগীরা অত্যন্ত পছন্দ করেছেন। অনেকেই ইভারা শব্দের অর্থও অনুসন্ধান করতে শুরু করছেন। তবে, রাহুল নিজেই তাঁর মেয়ের নাম এবং নামের অর্থ প্রকাশ করেছেন।
জানিয়ে রাখি, কেএল রাহুল (KL Rahul) ২০২৫ সালের IPL-এ দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন। এই মরশুমে রাহুলের পারফরম্যান্স এখনও পর্যন্ত বেশ ভালো। ২০২৫ সালের IPL-এর ৫ ম্যাচে রাহুল ২৩৮ রান করেছেন। পাশাপাশি, তিনি ২ টি হাফ-সেঞ্চুরিও করেছেন।