আবেশ, রাহুল, হুডাদের দাপটে টানা দ্বিতীয় জয় লখনউয়ের, পরপর দুই ম্যাচে ব্যর্থ SRH

বাংলা হান্ট নিউজ ডেস্ক: প্রথম ম্যাচে হারের পর টানা দুই ম্যাচে জিতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালো লোকেশ রাহুলের লখনউ সুপারজায়ান্টস। আজ দি ওয়াই পাটিল স্টেডিয়ামে হায়দরাবাদের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচে দুরন্ত জয় পেল তারা। অধিনায়কত্বর পাশাপাশি ব্যাট হাতেও উজ্জ্বল রাহুল। আজও টসে জয়ী সানরাইজার্স হায়দরাবাদ দল প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। ব্যাট করতে নেমে একদিকটা সামলে রাখলেও একের পর এক সঙ্গীকে খোয়াচ্ছিলেন লখনউ অধিনায়ক লোকেশ রাহুল। রোমারিও শেফার্ড এবং ওয়াশিংটন সুন্দরের বোলিংয়ের সামনে ধসে গিয়েছিল লখনউয়ের টপ অর্ডার। একে একে ব্যর্থ হয়ে ফিরে যান কুইন্টন ডি কক, ইভিন লুইস, মনীশ পান্ডে-রা। একসময় পাওয়ার প্লে-তেই ৩ উইকেট হারিয়ে ফেলে।

শেষপর্যন্ত রাহুলের সঙ্গে ইনিংসের হাল ধরেন দীপক হুডা। দুরন্ত ব্যাটিং করে অর্ধশতরান করেন দুজনেই। রাহুল ৫০ বলে ৬৮ রান নটরাজনের শিকার হন। দীপক হুডা ৩ টি চার এবং ৩ টি ছক্কার সাথে ৩৩ বলে ৫১ রান করে শেফার্ডের বলে আউট হন। গত দুই ম্যাচের হিরো আয়ুশ বাদোনি আজও দুরন্ত ব্যাটিং করে ডেথ ওভারে ১২ বল খেলে ১৯ রান করেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় লখনউয়ের স্কোর গিয়ে পৌঁছায় ১৬৯-এ।

Rahul hooda

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা একটু অদ্ভুতভাবে করেন সানরাইজার্সের ব্যাটাররা। প্রত্যেক টপ অর্ডার ব্যাটার সেট হয়েও নিজের উইকেট ছুড়ে দিয়ে আসেন। টপ অর্ডারে সর্বোচ্চ রান করেন রাহুল ত্রিপাঠি। ৩০ বলে ৫ টি চার ও ১ টি ছয়ের সাহায্যে ৪৪ রান করেন তিনি। তিনি আউট হওয়ার পর লোয়ার অর্ডারে লড়াই চালাতে থাকেন নিকোলাস পুরান ও ওয়াশিংটন সুন্দর। শেষ ৩ ওভারে জয়ের জন্য সানরাইজার্সের প্রয়োজন ছিল ৩৩ রান।

ওভারের প্রথম বলে ছক্কা খেলেও ওই ওভারেই মারমূখী নিকোলাস পুরাণ (৩৪) ও আব্দুল সামাদকে ফিরিয়ে ম্যাচ লখনউয়ের দিকে আসেন আবেশ খান। দুরন্ত বোলিং করে নিজের ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৬ রান। কিন্তু শেষপর্যন্ত হোল্ডারের দুরন্ত ডেথ বোলিংয়ে সেই লক্ষ্য অর্জন করা যায়নি। ১২ রানের ব্যবধানে নিজেদের দ্বিতীয় ম্যাচেও হারের দেখা পেলো তারা।


Reetabrata Deb

সম্পর্কিত খবর