বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ তৃতীয় একদিনের ম্যাচে যখন দল নামানো হয়, তখন সকলেই অবাক হয়ে যান দেখে যে লোকেশ রাহুল দল থেকে বাদ পড়েছেন। শুধু তাই নয় বিসিসিআই জানায় যে ভারতীয় দল কলকাতায় যে টি টোয়েন্টি সিরিজটি খেলবে, সেই সিরিজ থেকেও আচমকা বাদ দেওয়া হয়েছে লোকেশ রাহুল-কে। যদিও বিসিসিআই পরে জানিয়েছে যে লোকেশ রাহুল এবং অক্ষর প্যাটেলকে চোটের কারণে টি টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ দেওয়া হয়েছে।
অফিসিয়ালি প্রকাশিত প্রেস রিলিজে বিসিসিআই জানিয়েছে, “রাহুল গত ৯-ই ফেব্রুয়ারী দ্বিতীয় একদিনের ম্যাচে ফিল্ডিং করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। অক্ষর প্যাটেলও কোভিড থেকে সেরা ওঠার শেষ পর্যায়ে এসে আবার অনুশীলন শুরু করেছেন। চোট কাটিয়ে ওঠার জন্য তারা এখন বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে যাবেন। সর্বভারতীয় সিনিয়র সিলেকশন কমিটি ঋতুরাজ গায়কোয়াড় এবং দীপক হুডাকে বদলি হিসেবে দলে নিচ্ছে.”
ভারতের টি টোয়েন্টি পরিবর্তিত স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, রিশভ পন্থ (উইকেট-রক্ষক), ভেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার, শার্দুল ঠাকুর, রবি বিশ্নই, যুজবেন্দ্র চাহাল ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, হার্শাল প্যাটেল, ঋতুরাজ গায়কোয়াড়, দীপক হুডা