সীমা পার করল রাহুল, নিজের ভুলে রান আউট হয়ে এই প্লেয়ারের উপর উগরে দিলেন ক্ষোভ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলছে ভারত। এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। এই ম্যাচে অধিনায়ক রোহিত শর্মার দল ভালো শুরু করতে পারেনি এবং খুব দ্রুতই ভারতীয় দলের তিনটি উইকেট পড়ে যায়। কিন্তু এর পর লোকেশ রাহুল ও সূর্যকুমার যাদব ভারতীয় ইনিংস সামলানোর চেষ্টা করেন। তবে রাহুল ৪৯ রানে দুর্ভাগ্যবশত রান আউট হয়ে যান এবং এরপর সূর্যকুমারের উপর রাগ দেখান।

এই ম্যাচে লোকেশ রাহুল আগ্রাসী ব্যাটিং করছিলেন। রোহিত শর্মা ও বিরাট কোহলির দ্রুত ফেরার পর রাহুল একপ্রান্ত ধরে রেখেছিলেন। এক প্রান্তে ৪৯ রানে খেলছিলেন তিনি। কিন্তু সবকিছু ঠিকঠাক চলছিল এবং হঠাৎ রাহুল একটি ছোট ভুলের কারণে রান আউট হয়ে যায়। ৩০ তম ওভারে কেমার রোচের বলে রাহুল দুটি রান নেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি সূর্যকুমারকে দুই রানে কল দেন। সূর্যকুমার যাদবও কোনো উত্তর না দিয়ে দ্বিতীয় রানের জন্য দৌড়াতে থাকেন। রাহুল দৌড়ের মাঝেই এক মুহূর্তের জন্য ইতস্তত করলেও দৌড় চালিয়ে যান। ওই ছোট্ট এক মুহূর্তের ভুলে নিজের উইকেট হারাতে হয় রাহুলকে।

kl rahul run out

রান আউট হওয়ার পর রাহুলকে খুবই অসুখী দেখাচ্ছিল এবং তিনি সূর্যকুমার যাদবের উপর তার রাগ দেখিয়েছিলেন। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হচ্ছে। এই ভিডিওতে স্পষ্ট দেখা যায় যে রাহুলের রান আউটে সূর্যকুমারের কোন দোষ ছিল না এবং এটি সম্পূর্ণ রাহুলের কল ছিল। কিন্তু তা সত্ত্বেও রাহুলকে তার সতীর্থর উপর রাগ তুলতে দেখা গেছে।

যাই হোক, সেই দুজনের রানের ওপর ভিত্তি করেই বোর্ডে সম্মানজনক রান তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে বিপাকে ক্যারিবিয়ান দল। ১৭ ওভারের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ফেলেছে। এই প্রতিবেদনটি লেখার মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের স্কোর মাত্র ৫২। ফিরে গিয়েছেন সেট ব্যাটার সাই হোপ। দুরন্ত বোলিং করছেন প্রসিদ্ধ কৃষ্ণা।

Reetabrata Deb

সম্পর্কিত খবর