বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিবাহের আগে এবং পরে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না লোকেশ রাহুলের (KL Rahul)। ব্যাট হাতে তিনি প্রতি ১০ ম্যাচে একটি মাত্র ইনিংসে মনে রাখার মতো পারফরম্যান্স করছেন। তিনি যা পারফরম্যান্স করছেন সেটি নবাগত কোনও ক্রিকেটার করলে তার এতদিন ধরে ভারতীয় দলে (Team India) টিকে থাকার কথা নয়। কিন্তু অতীতে একাধিকবার অবিস্মরণীয় কিছু পারফরম্যান্স করায় এখনো দলে নিজের জায়গা বজায় রেখে চলেছেন রাহুল।
রোহিত শর্মা তাকে এখনই দল থেকে ছেঁটে ফেলতে রাজি নন। তিনি বিশ্বাস করেন যে রাহুলের যথেষ্ট প্রতিভা রয়েছে ভালো ক্রিকেট খেলার। তিনি শুধু একটু খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। তার ওপর ভরসা রাখলে ভবিষ্যতে তারা ঠকবেন না এমনটা বিশ্বাস ভারতীয় অধিনায়কের। কিন্তু ভারতীয় নির্বাচকরা একই তত্ত্বে বিশ্বাস রাখছেন না। সরাসরি না বললেও পরোক্ষভাবে তারা সেটা বুঝিয়ে দিলেন।
চলতি বছরের শুরুতেই ভারতীয় ওডিআই দলের সহ অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়াকে নিযুক্ত করা হয়েছিল লোকেশ রাহুলের বদলে। এবার টেস্ট ফরম্যাটে ও লোকেশ রাহুলের এই দায়িত্ব কেড়ে নেওয়া হল। বিসিসিআই আলাদা করে কোন প্রেস রিলিজ দিয়ে এই কথা ঘোষণা করেনি। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দুটি টেস্টের জন্য যে অপরিবর্তিত স্কোয়াড ঘোষিত হয়েছে, সেই স্কোয়াডে লোকেশ রাহুলের নামের পাশে সহ অধিনায়ক হিসাবে থাকার কোন উল্লেখ ছিল না।
এবার অনেকেই আশঙ্কা করছেন যে পরের টেস্টে ফর্মে থাকা শুভমান গিলকে ভারতীয় টেস্ট দলে ফিরিয়ে আনা হবে। লোকেশ রাহুলের বদলে তিনিই হতে চলেছেন রোহিতের নতুন ওপেনিং পার্টনার। আগের বছর এই সময় রাহুল প্রতিটি ফরম্যাটে ভারতীয় দলের সহ অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন। কিন্তু ক্রমাগত খারাপ পারফরম্যান্স তার সেই অধিকার কেড়ে নিয়েছে।
এরপরে ভারতীয় দল আবার টেস্ট খেলবে সম্ভবত জুন মাসে। ইন্দোরের টেস্টটি জিতলেই তাদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা নিশ্চিত হয়ে যাবে। সেখানে সহ অধিনায়ক হিসেবে কোন ক্রিকেটারকে জায়গা দেওয়া হবে সেই নিয়ে চলছে বিশাল জল্পনা। রাহুলের পর যে দুজন এই পদের জন্য সবচেয়ে এগিয়েছিলেন সেই বুমরা এবং রিশভ পন্থ পুরোপুরি সুস্থ নন এবং ভারতীয় দলের অংশ নন বহুদিন। তাই পরবর্তীতে নতুন কাউকে এই দায়িত্ব দেখলেও আশ্চর্য হওয়ার থাকবে না।