বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চলতি বিশ্বকাপে (2023 ODI World Cup) অসাধারণ সন্ধানে রয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। যশপ্রীত বুমরার বোলিং, রোহিত শর্মার বিধ্বংসী ব্যাটিং, বিরাট কোহলির ব্যাটিংয়ের পাশাপাশি দুরন্ত ফিল্ন্ডিং, সব মিলিয়ে তিন বিভাগেই ভারতীয় দলের হয়ে মনে রাখার মতন পারফরম্যান্স করে চলেছেন একাধিক ক্রিকেটার। এই এর মধ্যেও আলাদা করে যার নাম উল্লেখ করা প্রয়োজন তিনি হলেন লোকেশ রাহুল (KL Rahul)।
ভারতীয় দলের হয়ে চলতে বিশ্বকাপে উইকেট রক্ষণের পাশাপাশি মাঝের ওভারগুলোতে দলকে বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব রয়েছে রাহুলের কাঁধে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি দুর্দান্তভাবে সেই কাজটা করেছিলেন। আফগানিস্তানের বিরুদ্ধে তাকে মাঠেই নামতে হয়নি। পাকিস্তানের বা বাংলাদেশের বিরুদ্ধে আর খুব বেশি কিছু করার ছিল না।
কিন্তু রাহুল ব্যাট হাতে ভরসা দিচ্ছেন ভারতীয় দলকে। তার জন্যই টপ অর্ডারে মন খোলা রেখে ব্যাটিং করতে পারছেন রোহিত, শুভমানরা, কোহলিরা। বেশিরভাগ ক্ষেত্রে পাদপ্রদীপের আলো তারাই কেড়ে নিয়ে যাচ্ছেন। তবে রাহুল তার কাজটা সঠিকভাবে করে যাচ্ছেন নিঃশব্দে।
আরও পড়ুন: নিজে সেঞ্চুরি পাননি, কিন্তু বড় আত্মত্যাগ করে বিরাট কোহলির শতরান নিশ্চিত করে দিয়ে যান রাহুল
রাহুল তার কাজটা কতটা ভালোভাবে করছেন সেটা একটা পরিসংখ্যান উল্লেখ করলেই পরিষ্কার হয়ে যাবে। ২০২৩ সালে আয়োজিত এই ওডিআই বিশ্বকাপ এখনো অবধি তাকে কেউ আউট করতে পারেনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯৭ রানে, পাকিস্তানের বিরুদ্ধে ১৯ রানে এবং গতকাল বাংলাদেশের বিরুদ্ধে নিজের হাফ সেঞ্চুরি করার সুযোগ থাকলেও বিরাট কোহলিকে শত রান করার সুযোগ করে দিয়েন নিজের ৩৪ রানে অপরাজিত থেকে যান রাহুল।
আরও পড়ুন: আজ হার্দিক পান্ডিয়ার চোট না লাগলে শতরান পেতেন না কোহলি! জানুন কেন
এর পাশাপাশি উইকেটকিপিংয়েও দুরন্ত পারফরম্যান্স করছেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে সিরাজের বলে তিনি একটি দৃষ্টিনন্দন ক্যাচ ধরেছেন, যা ম্যাচের গতি বদলে দেয়। বিশ্বকাপ শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে তার কিপিং অত্যন্ত খারাপ মানের হয়েছিল। তিনি সকলের সামনে কথা দিয়েছিলেন যে বিষয়টা নিয়ে খাটবেন। তুমি যে সত্যিই এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে খেটেছেন ওটা সকলের সামনে এখন স্পষ্ট।