একেতেই কোহলি নেই এর উপর আবারও ব্যর্থ পূজারা-রাহানে, একা কুম্ভ হয়ে লড়াই রাহুলের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: চেতেশ্বর পূজারা এবং অজিঙ্কা রাহানের খারাপ প্রদর্শনের যে ধারাবাহিকতা তা রীতিমতো লজ্জায় ফেলবে যে কোনও ক্রিকেট অনুরাগীকে। গত সেঞ্চুরিয়ান টেস্টের মতোই আবারও ব্যাট হাতে দাগ কাটতে ব্যর্থ হলো দুই সিনিয়র ক্রিকেটার। ৩৩ বল খেলে ফেলে ক্রিজে থাকা পূজারা ডুয়ান অলিভারের শর্ট বল সামলাতে ব্যর্থ হন। মাত্র ৩ রানে পয়েন্টে দাঁড়ানো বাভূমার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান পূজারা। এরপরের বলেই অলিভারের আরেকটি খাটো বল ব্যাকফুটে পুশ করতে গিয়ে থার্ড স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান অজিঙ্কা রাহানে।

Cheteshwar Pujara 1720x900

পূজারা এবং রাহানে উভয়ই তাদের সাম্প্রতিক ফর্মের জন্য যথেষ্ট সমালোচিত হয়েছেন এবং সোমবারও তাই হয়েছিল। ভক্তরা দুজনের পারফরম্যান্সে তাদের অসন্তোষ প্রকাশ করতে বেশি সময় নেয়নি এবং সোশ্যাল মিডিয়ায় তারা নির্মমভাবে ট্রোলড হচ্ছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন যে এর পরেও কিকরে শ্রেয়স আইয়ার-কে বাইরে বসিয়ে রাখতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

rahane sa

এই দুজন ছাড়াও, প্রথম সেশনে ময়ঙ্ক আগরওয়ালের উইকেটও হারায় ভারত। আগ্রাসী ভাবে ইনিংস শুরু করা ওপেনার ২৬ রানে আউট হন। তার মধ্যেই তিনি পাঁচটি চার মেরেছিলেন। এই টেস্টে কোহলি খেলছেন না। তার জায়গায় অধিনায়ক হয়েছেন লোকেশ রাহুল। আরও একবার দুর্দান্ত ব্যাটিং করে ও অত্যন্ত ধৈর্যের সাথে খেলে অর্ধশতরান সম্পূর্ণ করেন তিনি।

কিন্তু ৫০ সম্পুর্ন করতেই মার্কো জেন্সনের বলে ফাইন লেগে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। এর আগে অপর ওপেনার ময়ঙ্ক-কেও ফিরিয়েছিলেন জেন্সন। তার সাথে সাথে ৫৩ বল খেলে ২০ রান করে ফিরে গিয়েছেন হনুমা বিহারি কাগিসো রাবাদার শিকার হয়ে। ক্রিজে পাল্টা আক্রমণ করছেন রবি অশ্বিন। সঙ্গে রয়েছেন রিশভ পন্থ। প্রতিবেদনটি লেখার সময় ভারতের স্কোর ৫ উইকেট হারিয়ে ১৪৬।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর