সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে লোকেশ রাহুলের অপারেশন, জানিয়ে দিলেন কবে ফিরবেন ভারতীয় দলে

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দলের তারকা ওপেনার এবং রোহিত শর্মার ডেপুটি লোকেশ রাহুল বর্তমানে চোটের জন্য ভারতীয় দলের বাইরে রয়েছেন। সম্প্রতি তিনি জার্মানিতে উড়ে গিয়েছিলেন স্পোর্টস হার্নিয়ার অপারেশন করাতে। আজকেই খবর এসেছে যে তার অপারেশন সফল ভাবে সম্পন্ন হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে নেট প্র্যাকটিস এই চোট পেয়েছিলেন রাহুল।

তবে অপারেশন সম্পন্ন হলো এখনই মাঠে ফেরা হচ্ছে না লোকেশ রাহুলের। লখনউ সুপার জাইন্ট অধিনায়ক কে অন্তত দু’ মাস এখনো মাঠের বাইরে থেকে পুরোপুরি সুস্থ হতে হবে এবং নিজের ফিটনেস ফিরে পেতে হবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের তারই ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল। কিন্তু নেট প্র্যাকটিস এ পাওয়ায় চোটের কারণে তার বদলে রিশভ পন্থকে অধিনায়ক করা হয়।

ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় টেস্ট দল এবং ওয়ান ডে দলের অধিনায়কত্ব করা হয়ে গিয়েছিল রাহুলের। যদিও তার অধিনায়কত্বে সেই সিরিজে জয়ের মুখ দেখেনি ভারত। তবে বিশ্বকাপের আগে তিনি সুস্থ হয়ে ওঠায় এখন কিছুটা স্বস্তিতে ভারতীয় ক্রিকেট প্রেমীরা রাহুল নিচে ট্যুইট করে জানিয়েছেন নিজের সুস্থতার কথা।

টুইট করে রাহুল লিখেছেন, “এটা একটা কঠিন সময় ছিল কিন্তু অবশেষে আমার সার্জারি সফল হয়েছে। আমি তার সুস্থ হয়ে উঠছে। আমার ফিরে আসার জার্নি শুরু হয়ে গিয়েছে। সকলকে কঠিন সময় পাশে থাকার জন্য এবং প্রার্থনা করার জন্য ধন্যবাদ।” লোকেশ রাহুল এখন অব্দি দেশের হয়ে ৪২ টি টেস্ট, ৪২ টি ওডিআই এবং ৫৬ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। দেশে ফিরে তিনি ব্যাঙ্গালোর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে নিজের রিহ‍্যাবের কাজ শুরু করবেন।


Reetabrata Deb

সম্পর্কিত খবর