অর্ধশতরান করে ফর্মে ফেরার কৃতিত্ব কোহলি এবং ভারতীয় টিম ম্যানেজমেন্টকে দিলেন লোকেশ রাহুল  

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল ফের একবার নিজের পরিচিত ছন্দে ব্যাটিং করতে দেখা গেছে লোকেশ রাহুলকে। বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট হাতে তিনি ৩১ বলে নিজের অর্ধশতরান সম্পূর্ণ করার পর আউট হয়েছিলেন। তার আগে টানা পাকিস্তান, নেদারল্যান্ডস এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। কাল শুধুমাত্র ব্যাট হাতেই নয়, নজর কেড়েছেন তিনি। মূলত তার দুর্দান্ত থ্রোয়ে বাংলাদেশের ওপেনের লিটন দাসের আউট হওয়ার ঘটনাই ম্যাচের ভাগ্য বদলে দেয়।

KL Rahul HappyKL Rahul Happy

ফর্মে ফেরার পর ইনিংসের মাঝের সাক্ষাৎকারে এই ঘটনার পুরো কৃতিত্ব বিরাট কোহলিকে দিয়েছেন রাহুল। তিনি বিরাট কোহলির বিষয়ে বলতে গিয়ে বলেছেন, “বিরাট কোহলি নিজেও এইমুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছেন। ম্যাচের আগে তার কাছ থেকে নেওয়া কিছু পরামর্শ আমার জন্য খুব লাভজনক বলে প্রমাণিত হয়েছে।”

তিনি আরও বলেছেন, “বিরাট কোহলি এর আগে বহুবার অ্যাডিলেটের মাঠে খেলে সাফল্য পেয়েছেন। এখানে সফল হওয়ার মূলমন্ত্র কি সেটা তার খুব ভালোভাবেই জানা। আমি সবার কাছ থেকেই শিখতে ভালোবাসি। বিরাটও তার ব্যাতিক্রম নন। তিনি আমাকে খুব ভালো পরামর্শ দিয়েছেন যে এই রকম চ্যালেঞ্জিং পরিস্থিতিতে কিভাবে রান করা যায়।”

কালকে নিজের সফলতার পর রোহিত শর্মা সহ গোটা টিম ম্যানেজমেন্টকেও ধন্যবাদ দিয়েছেন রাহুল। রাহুলের ফরমেট চূড়ান্ত অবনতি দেখে অনেকেই যখন তাকে বাদ দেওয়ার দাবি তুলছিলেন, তখন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়, ব্যাটিং কোচ বিক্রম রাঠোর সহ অনেকেই এটা স্পষ্ট করে দেন যে রাহুলকে একাদশে রেখেই তারা নিজেদের পরিকল্পনা সাজাচ্ছেন। এই মুহূর্তে তাকে দল থেকে বাদ দেওয়ার কথা ভাবছিলই না দলের কেউ।

সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে লোকেশ রাহুল বলেছেন, “আমাদের অধিনায়ক রোহিত শর্মা এবং বর্তমান টিম ম্যানেজমেন্ট সেই সমস্ত ক্রিকেটারদের মানসিকভাবে ভরসা জুগিয়েছেন যারা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। তাদের ওই ভরসা আমাদের ভালো পারফরম্যান্স করতে উদ্বুদ্ধ করে।”

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর