উড়ন্ত রাহুলের দুরন্ত ক্যাচ! খাওয়াজা ফিরে যাওয়ায় আবারও চাপে অজিরা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও চালকের আসনে ভারতীয় দল। দ্বিতীয় সেশনে বিপজ্জনক উসমান খাওয়াজাকে ফেরাতেই প্রথম দিনের খেলা প্রায় চলে এসেছে ভারতের হাতের মুঠোয়। প্রথমে ডেভিড ওয়ার্নার, তারপর মার্নাস লাবুশানে এবং শেষে পিটার হ্যান্ডসকম্বের সাথে জুটি বেঁধে নিজের দলকেও ভালো জায়গায় নিয়ে যাচ্ছিলেন এবং নিজেও শতরানের দিকে এগোচ্ছিলেন খাওয়াজা।

নিজের ইনিংসে একাধিকবার সুইপ, প্যাডেল সুইপ এবং রিভার্স সুইপ খেলছিলেন অজি ওপেনার। ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে বেশ কার্যকর বলেও পরিগণিত হচ্ছিলো পদ্ধতিটি। বাউন্ডারিও নিয়মিত ব্যবধানে পেয়ে যাচ্ছিলেন খাওয়াজা। কিন্তু শেষপর্যন্ত সেই শটই তার কাল হয়ে দাঁড়ালো। অত্যন্ত ভালো জায়গায় পৌঁছেও এবং সিরিজে প্রথম অজি ক্রিকেটার হিসেবে অর্ধশতরান করেও সেটিকে শতরানে পরিণত করতে পারলেন না তিনি।

জাদেজার বলে একটি বাউন্ডারি মারার পর ফের একবার রিভার্স সুইপ করতে যান খাওয়াজা। অনবদ্য ভঙ্গিতে জমি থেকে উড়ে দুর্দান্ত ক্যাচ নিয়ে তাকে ড্রেসিংরুমে ফেরান রাহুল। ১২৫ বলে ৮১ রান করে ড্রেসিংরুমে ফেরেন তিনি। এর আগে শামির বলেও স্লিপে ট্র্যাভিস হেডের ক্যাচ নিয়েছিলেন তিনি। তার নেওয়া এই দুটি অসাধারণ ক্যাচ ম্যাচের গতিপথ ও অনেকটাই পাল্টে দিয়েছে।

দ্বিতীয় সেশনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৬ উইকেট হারিয়ে ১৯৯। প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনেও ৩ উইকেট হারিয়েছে তারা। প্রথম সেশনে স্টিভ স্মিথ ও লাবুশানেকে একই ওভারে ফিরিয়ে ভারতকে ম্যাচে এগিয়ে দিয়েছিলেন অশ্বিন। দ্বিতীয় সেশনে তিনি খাতা খোলার আগেই ফেরত পাঠান উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারিকে। তিনি ৩টি এবং শামি ২টি উইকেট পেয়েছেন।

এই মুহূর্তে ক্রিজে রয়েছেন পিটার হ্যান্ডসকম্ব এবং অধিনায়ক প্যাট কামিন্স। উইকেটের এক প্রান্ত সামলে রেখেছেন হ্যান্ডসকম্ব। প্যাট কামিন্স ইতিমধ্যেই অশ্বিনের বলে ছক্কা মেরেছেন কয়েকটি। মূলত এই পার্টনারশিপের ওপরই নির্ভর করছে কতদূর যাবে অস্ট্রেলিয়ার স্কোর।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর