উঠলনা দাম, নিলামে সস্তায় বিক্রি হলেন রাহুল! বাজিমাত করল এই দল

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে IPL (Indian Premier League) ২০২৫-এর মেগা নিলাম। যেখানে ভারতের তারকা প্লেয়ার কেএল রাহুল ৩ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন। আসলে IPL ২০২৪-এ রাহুল LSG থেকে ১৭ কোটি টাকা পেয়েছিলেন। কিন্তু, এবার মেগা নিলামে মাত্র ১৪ কোটি টাকা দাম নির্ধারণ হয়েছে তাঁর। এবারের নিলামে রাহুলের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। এমতাবস্থায়, ১৪ কোটি টাকায় দিল্লি ক্যাপিটালস রাহুলকে কিনে নেয়।

IPL (Indian Premier League)-এ দাম কমল রাহুলের:

গত মরশুমের চেয়ে ৩ কোটি টাকা ক্ষতি হয়েছে: জানিয়ে রাখি যে, কেএল রাহুল কিপিং, ব্যাটিং এবং অধিনায়কত্বের জন্য একজন ভালো বিকল্প হিসেবে বিবেচিত হন। এমতাবস্থায়, দিল্লি ক্যাপিটালস তাঁকে কিনে যে যথেষ্ট লাভবান হয়েছে তার বলার অপেক্ষায় রাখে না। কারণ, মাত্র ১৪ কোটি টাকায় তারা পেয়েছে একজন উইকেট-রক্ষক ব্যাটার। যিনি অধিনায়কের দায়িত্বও সামলাতে পারবেন।

KL Rahul's price has dropped in the Indian Premier League.

মেগা নিলামে রাহুলকে কেনার জন্য তুমুল প্রতিযোগিতা: IPL (Indian Premier League) ২০২৫-এর মেগা নিলামে কলকাতা নাইট রাইডার্স কেএল রাহুলের জন্য নিলাম শুরু করে। যেখানে দ্রুত RCB টক্কর দিতে শুরু করে। এভাবেই কিছুক্ষণের মধ্যে বিডটি ৬ কোটি টাকা অতিক্রম করে যায়। ইতিমধ্যেই KKR রাহুলের ওপর ১০.৫০ কোটি টাকার বিড করে। দিল্লি ক্যাপিটালস KKR-এর করা দর ১১.৫০ কোটি টাকায় নিয়ে যায়। CSK-ও ১২.২৫ কোটি টাকার দাম তোলে। কিন্তু, শেষ পর্যন্ত সবাইকে টক্কর দিয়ে রাহুলকে ১৪ কোটি টাকায় কিনে নেয় দিল্লি।

আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ বাঁচিয়েছিলেন দুই যুবক! এবার বড় উপহার পৌঁছে দিলেন ঋষভ, জানলে হবেন অবাক

কেএল রাহুলের দুর্ধর্ষ IPL পরিসংখ্যান: উল্লেখ্য যে, কেএল রাহুল IPL (Indian Premier League)-এর অন্যতম সফল ব্যাটার। তিনি IPL ২০২২ থেকে লখনউ সুপার জায়ান্টস দলের সাথে যুক্ত ছিলেন। কিন্তু, তিনি একবারও দলকে চ্যাম্পিয়ন করাতে পারেননি। যার কারণে লখনউ দল তাঁকে ছেড়ে দেয়। তবে, কেএল রাহুল ২০১৩ সালে IPL-এ অভিষেক করেন। এখনও পর্যন্ত তিনি IPL-এ ১৩২ টি ম্যাচ খেলে ৪,৬৮৩ রান করেছেন। এই টুর্নামেন্টে তাঁর ৪ টি সেঞ্চুরি ও ৩৭ টি হাফ-সেঞ্চুরি রয়েছে। এছাড়াও, ৬ টি মরশুমে ৫০০ রান করেছেন রাহুল। চলতি বছরের IPL-এও তিনি ৫২০ রান করেন।

আরও পড়ুন: “বিরাট” প্রত্যাবর্তন! পার্থ টেস্টে ইতিহাস গড়লেন কোহলি, সেঞ্চুরি করে ভাঙলেন ডন ব্র্যাডম্যানের রেকর্ড

২০২৪-এর IPL (Indian Premier League)-এ শুরু হয়েছিল বিতর্ক: আসলে, গত মরশুমে, লখনউ ফ্র্যাঞ্চাইজির মালিক সঞ্জীব গোয়েঙ্কা এবং রাহুলের মধ্যে সম্পর্কে কিছুটা ফাটল দেখা যায়। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচে কেএল রাহুলের দলকে ১০ উইকেটে পরাজিত হতে হয়েছিল। এরপরে সঞ্জীব গোয়েঙ্কাকে দীর্ঘক্ষণ টিম ডাগআউটের কাছে অধিনায়ক রাহুলের সাথে রেগে কথা বলতে দেখা যায়। সঞ্জীব গোয়েঙ্কার এই আচরণের অনেক সমালোচনাও তখন হয়। যদিও, এরপরে সঞ্জীব গোয়েঙ্কা কেএল রাহুলের জন্য একটি নৈশভোজের আয়োজন করেছিলেন। তবুও, অনুরাগীরা মনে করেছিলেন যে দু’জনের মধ্যে দূরত্ব তেমন মেটেনি। পরবর্তীকাল রাহুলকে ছেড়ে দেয় লখনউ।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর