বড় সাফল্য! আত্মসমর্পণ করল KLO প্রধান জীবন সিংহ

বাংলা হান্ট ডেস্কঃ বড়োসড়ো সাফল্য! আত্মসমর্পণ করেছেন Kamtapur Liberation Organization বা KLO প্রধান জীবন সিংহ (Jiban Singha)। দিন কয়েক থেকেই জোর জল্পনা ছিল। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সামনে এল বড় খবর। জীবন সিংহ সহ মোট ৬ জন আত্মসমর্পণ করেছেন বলেই খবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি তাঁদের সবাইকে আসামে নিয়ে গিয়ে রাখা হবে বলেও জানা গিয়েছে।

খবর সামনে আসতে না আসতেই শুরু হয়েছে জোর জল্পনা। এবার কি অস্ত্র ছেড়ে জীবনের মূল স্রোতে ফিরতে চাইছেন তিঁনি? এমন সম্ভাবনাই উঠে আসছে। সূত্রের খবর, এদিন নাগাল্যান্ডের মন জেলায় নয়া বস্তি এলাকায় আত্মসমর্পণ করেন কেএলও নেতা জীবন সিংহ।

klo chief

প্রসঙ্গত, রাজবংশী সম্প্রদায়ের জন্য লাগাতার পৃথক রাজ্যের দাবি জানিয়ে আসছিলেন জীবন সিংহ। কখনও উত্তরবঙ্গ, কখনও আসাম আবার কখনও দেশের বাইরে থেকে আউটফিট পরিচালনা করেন। জানা যাচ্ছে, গতকালই ভিন দেশ থেকে ভারতে এসেছেন তিঁনি। তারপরেই মঙ্গলবার সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায় আত্মসমর্পণ করতে আসেন তিঁনি। তাঁর সাথে আরও ৬ জন আত্মসমর্পণ করেছেন বলেই সূত্রের খবর। তবে গোটা বিষয়টি এখনও স্পষ্ট নয়।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর