‘ডিসেম্বরেই কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষিত হবে উত্তরবঙ্গ’, বিস্ফোরক কেএলও নেতা মালখান সিং

বাংলা হান্ট ডেস্কঃ অনন্ত রায়, জন বার্লার পর এবার উত্তরবঙ্গকে পৃথক কেন্দ্রশাসিত রাজ্যের দাবিতে সরব ধৃত কেএলও নেতা মালখান সিং (KLO Leader Malkhan Singh) পঞ্চায়েত ভোট (Panchayat Vote) এর আগে বিরোধী দলের বহু নেতার গলায় প্রায়ই শোনা যাচ্ছে বঙ্গভাগের সুর। সাথেই শোনা যাচ্ছে ডিসেম্বর প্রসঙ্গ।

রাজ্যে ডিসেম্বরে রাজনৈতিক অশান্তির আশঙ্কা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর এবার ডিসেম্বরের শেষেই উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা প্রসঙ্গে বিস্ফোরক কেএলও শীর্ষনেতা মালখান সিং।

মঙ্গলবার বামনগোলায় এক জমি সংক্রান্ত পুরনো মামলায় মালদা আদালতে পেশ করার সময় মালখান সিং হুঙ্কার দিয়ে বলেন, ‘ডিসেম্বরের শেষ সপ্তাহেই খেলা হবে। ডিসেম্বরেই কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা হয়ে যাবে বলেও স্পষ্ট করে দেন এই কেএলও নেতা। তিনি পরিষ্কার জানিয়ে দেন ‘আমি রাজ্যভাগের পক্ষে।’

Untitledvvv 1

এদিন আদালত চত্বরে দাঁড়িয়ে মালখান সিং স্পষ্ট জানান, ‘আমাকে সিএম অসমে ডেকেছিলেন উত্তরবঙ্গ নিয়ে আলোচনার জন্য। আমি আলোচনাপন্থীদের কেন্দ্রীয় কমিটিতে আছি। আমাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু পুলিশ আমার বিরুদ্ধে কোনও কেসই পায়নি। আমার বিরুদ্ধে যা ইচ্ছে কেস দিয়ে দিচ্ছে। আমার বিরুদ্ধে কেস দেওয়ার কোনও জায়গাই নেই। ফালতু ফাঁসিয়ে দিচ্ছে পুলিশ। আমাকে যতদিন হেফাজতে রাখবে ততদিন অনশন করব। কারণ আমার কাছ থেকে কিছুই পাওয়া যায়নি। আমাকে শ্বশুরবাড়ি থেকে এসটিএফ গ্রেপ্তার করেছে। ডিসেম্বরের শেষে খেলা দেখতে পাবেন।’

প্রসঙ্গত জলপাইগুড়ির খড়িবাড়ি থেকে কেএলও’র অন্যতম শীর্ষ নেতা মালখান সিংকে গ্রেফতার করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স, রুজু হয়েছে অস্ত্র আইনে মামলা ৷ তবে এদিন বঙ্গ ভাগ প্রসঙ্গে কোনো কথা বলতে চান নি কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর