রাজবংশীদের উপর অত্যাচার চালাচ্ছে তৃণমূল! নির্যাতন বন্ধ করার হুমকি ভরা পোস্টার পড়ল এলাকায়

বাংলাহান্ট ডেস্কঃ নিষিদ্ধ জঙ্গীগোষ্ঠী কেএলও (KLO)-র হুমকি পোস্টার পড়ল এবার উত্তর দিনাজপুরেও (North Dinajpur)। গ্রামের বাসস্ট্যান্ড ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় এই ধরণের পোস্টার দেখে কিছুটা আতঙ্কে রয়েছে এলাকাবাসী। কোচবিহার ও জলপাইগুড়ি জেলার পর এবার উত্তর দিনাজপুরের এই পোস্টার কান্ডে তদন্তে নেমছে পুলিশ।

কিছুদিন আগেই কলকাতায় এসে পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবির বিরোধিতা করেছিলেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতীম রায়। এরপর নিষিদ্ধ জঙ্গীগোষ্ঠী কেএলও-র হুমকি পোস্টার সামনে আসে। সেখানে পার্থপ্রতীম রায় ও প্রাক্তন বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মনকে প্রাণে মারার হুমকি দিয়ে লেখা হয়- ‘নির্বাচনের পর কোচ জনজাতির মানুষের সঙ্গে প্রতারণা করেছে তৃণমূল শিবির। কলকাতায় গিয়ে তাঁদের কাজের চরম পরিণতি ভুগতে হবে তাঁদের’।

k dvghfvb

এই ঘটনার পর রবিবার সকালে উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের বাসস্ট্যান্ড ও লাগোয়া বিভিন্ন এলাকায় সাদা কাগজে কম্পিউটার প্রিন্টারে ছাপানো হুমকি পোস্টার ছড়িয়ে পড়ে। যেখানে কামতাপুরি ভাষায় লেখা রয়েছে- ‘চোপড়া ভূমিপুত্র রাজবংশী লার উপরত TMC উত্তাচার বন্ধ না হয় তাহলে হামরা আছি (কেএলও)’।

ঘটনার পরবর্তীতে এলাকায় নিষিদ্ধ জঙ্গীগোষ্ঠী কেএলও-র অস্তিত্ব ঠাহর করতে পেরে আতঙ্কে রয়েছে গোটা এলাকাবাসী। তবে ইতিমধ্যেই এই পোস্টার কান্ডের তদন্তে নেমছে প্রশাসন।

Smita Hari

সম্পর্কিত খবর