‘বিজেপি ভো-কাট্টা, সিপিএম নো-পাত্তা” পুরভোটের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতার পুরনির্বাচনে জয় নিয়ে চরম উচ্ছ্বসিত সবুজ শিবির। ঝড়ে বিরোধীদের উড়িয়ে দিয়ে ফের একবার লালবাড়ি দখল করল তৃণমূল কংগ্রেস। এখনও পর্যন্ত গণনা অবদি ১৩১-র বেশি আসনে এগিয়ে তৃণমূলের প্রার্থীরা। অন্যদিকে, তৃণমূলের সব হেভিওয়েট প্রার্থীই এই নির্বাচনে জয়ের মুখ দেখেছেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জয় নিয়ে তৃণমূলের নেতা, কর্মী এবং কলকাতাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমার ভাই বোন ও সবাইকে অভিনন্দন। এই জয় গণতন্ত্রের জয়। নির্বাচন উৎসবের মতো করেই হয়েছে। মা-মাটি-মানুষের প্রতি কৃতজ্ঞ। আমরা আরও বেশি করে কাজ করব। বিশ্বকে পথ দেখাবে বাংলা।”

অন্যদিকে, তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই বিপুল জয়ে কলকাতাবাসী ও তৃণমূলের নেতা, কর্মীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘কলকাতার মানুষ আবারও প্রমাণ করেছে যে বাংলায় ঘৃণা ও সহিংসতার রাজনীতির কোনো স্থান নেই! এত বিশাল ম্যান্ডেট দিয়ে আমাদের আশীর্বাদ করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমরা সত্যিই নম্র এবং সর্বদা আপনার উন্নতির দিকে আমাদের লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ থাকব! ধন্যবাদ কলকাতা।”

https://twitter.com/abhishekaitc/status/1473182627775410178?s=20

মমতা বন্দ্যোপাধ্যায় এই বিপুল জয়ের পর বিরোধীদের কটাক্ষ করে বলেছেন, ‘বিজেপি ভো-কাট্টা, সিপিএম নো-পাত্তা, কংগ্রেস স্যান্ডউইচ।” কলকাতা পুরভোটে জয় পাওয়ার পর মুখ্যমন্ত্রী বলেছেন, ‘‘গণউৎসবে গণতন্ত্রের জয়, আরও বেশি কাজ করব’”।

Koushik Dutta

সম্পর্কিত খবর