রং মেখে ভূত হয়ে গেছেন, রইল হোলির রং তোলার ৫ টি সহজ উপায়

বাংলাহান্ট ডেস্কঃ আজ বসন্ত উৎসব। বছর ভোর অপেক্ষার পর হোলির (holi) এই দিন আবিরের রঙে নিজেকে রাঙিয়ে নেওয়ার দিন। বড়দের পায়ে আবির ছুঁইয়ে ভালোবাসার মানুষকে রাঙিয়ে দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়া। আজ আবার বিভিন্ন জায়গায় বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়।

whatsapp image 2020 03 10 at 16 24 17 jpeg

সকাল থেকে আবির থেকে শুরু করে, বাঁদুরে রং, জল রং মেখে নিজেকে একেবারে না চেনার মত অবস্থা তৈরি হয়। তবে রং খেলার পর রং তোলাটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। তবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার কয়েকটি সহজ উপায় জেনে নিন।

d3b128cb9e56d06e93f7783d295c0b90 5d1338b9a0044

টক দই ও বেসনের মিশ্রণঃ টক দই ও বেসনের প্যাক বানিয়ে প্রায় ২০ মিনিট মুখে লাগিয়ে রাখুন। তারপর ধুয়ে নিন। দেখবেন মুখের জেল্লা ফিরে পাবেন।

105489 coconut 15 1 18

নারকেল তেল অথবা অলিভ অয়েলঃ রং খেলা সম্পন্ন হলে মুখে ভালো করে নারকেল তেল অথবা অলিভ অয়েল লাগিয়ে রাখতে পারেন। তাহলে সহজেই রং উঠে যাবে।

Logopit 1599794149383

পাতিলেবুঃ ভেষজ ন্যাচারাল ব্লিচিং হল পাতি লেবুর রস। রং মাখানো মুখে অন্তত ১৫ মিনিট পাতি লেবুর রস লাগিয়ে মুখ ধুয়ে নিতে পারবেন।

182554 milk

ময়েশ্চরাইজার ক্রিম অথবা কাচা দুধঃ শরীর থেকে রং তোলার জন্য দুধ বা ময়েশ্চরাইজার ক্রিমে বেশকিছুক্ষণ তুলো ভিজিয়ে রাখুন। তারপর সেই ভেজানো তুলো দিয়ে শরীরে লেগে থাকা রং পরিষ্কার করে নিন।

shutterstock 1461108011

টক দই ও পাতিলেবুর প্যাকঃ রং খেলার পর টক দই ও পাতিলেবুর প্যাক বানিয়ে মাথার চুলে ১৫ থেকে ২০ মিনিট মেখে রাখুন। তারপর কোনও হার্বাল শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন চুলটা। তাহলে চুলও পরিষ্কার হয়ে যাবে।

Smita Hari

সম্পর্কিত খবর