দুদিন পরই বসন্ত উৎসব, জেনে নিন ত্বক এবং চুলকে ক্ষতির হাত থেকে বাঁচানোর ৫ টি সহজ টিপস

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ ‘বসন্ত বাতাসে সইগো বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে’- বসন্ত কাল এলেই মনে জেগে ওঠে দোলের (holi) আনন্দ। সেই সঙ্গে জেগে ওঠে প্রেমের উন্মাদনা। এই সময় প্রকৃতি একদিকে যেমন একটা প্রেম প্রেম ভাব নিয়ে আসে, তেমন কিন্তু ভালোবাসার মানুষের হাত থেকে নিজেকে রাঙিয়ে নেওয়ার অপেক্ষার অবসান ঘটায়।

দোল উৎসব বা হোলিতে একদিকে যেমন মনে রঙের ছোঁয়া লাগে, তেমন কিন্তু অন্যদিকে রং খেলার পর ত্বক এবং চুলের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়ে। তারপর আবারও তা পূর্বের অবস্থানে ফিরিয়ে আনতে কালঘাম ছুটে যায়। তাই রং খেলার আগেই মেনে চলুন কয়েকটি টিপস, আপনার ত্বক এবং চুল থাকবে একদম সুস্থ স্বাভাবিক।

প্রথমেই বডি ওয়েল মেখে নিন সারা গায়ে। তারপর পোশাক পড়ার পর শরীরের যে অংশটুকু ফাঁকা থাকছে, সেখানে সানস্ক্রিন লাগিয়ে নিন। রং তাড়াতাড়ি পরিস্কারও হয়ে যাবে আর ত্বকের কোন ক্ষতিও করবে না।

নখ পরিষ্কার রাখতে নেলপলিশ লাগিয়ে রাখতে পারেন।

চুলের বিষয়ে বলব, ভালো করে তেল মেখে নিন চুলে। তারপর চুল খোপা বেঁধে কিংবা বিনুনিও করতে পারেন। আবার পুরুষ নারী নির্বিশেষে মাথায় টুপিও পড়ে নিতে পারেন।

ছেলেরা দাড়িতে গোঁফে ভালো করে সর্ষের তেল, নারকেল তেল বা আলমন্ড অয়েল লাগিয়ে নিতে পারেন। তাহলে জল দিয়ে ধুলেই রং উঠে যাবে।

এই কটা পদ্ধতি অ্যাপ্লাই করুন এবারের রং খেলায়, দোলের শেষে পুরোন আপনাকে ফিরে পাবেন নিমেষেই।

X