বাংলা হান্ট ডেস্ক : শুধু আজকের দিনে নয় সেই আদি যুগ থেকেই সারা পৃথিবীতে হলুদ ধাতু অর্থাৎ সোনার (Gold) চাহিদা ছিল তুঙ্গে। মূল্যবান এই ধাতু নারীর অলংকার হিসাবে তো বটেই, সেইসাথে অনেকের দুর্দিনেও বিপদের হাত থেকে বাঁচতে কাজে আসে এই সোনা (Gold Price)। তাই সবাই যে শুধু সখের বসেই সোনার (Gold Price) গয়না বানিয়ে থাকেন তা কিন্তু নয়!
আজ কলকাতায় সোনার দাম কত(Gold Price)?
অনেকেই ভবিষ্যতের কথা চিন্তা করে সম্পত্তি হিসেবেও সোনা কিনে গচ্ছিত রাখেন। আর এখনকার দিনে শুধুমাত্র মহিলারাই যে সোনার গয়না পড়েন তা কিন্তু নয়। এই হাল ফ্যাশনের যুগে ছেলেদের মধ্যেও হাতের আংটি থেকে ব্রেসলেট কিংবা গলায় সোনার চেন হিসাবেও সোনার চাহিদা ব্যাপক।
এমনিতেই বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর সামনেই আসছে একের পর এক উৎসব। দুর্গাপূজা থেকে শুরু করে ধনতেরাস সোনা কেনার জন্য যেকোনো একটা উৎসবই যথেষ্ট। চলতি মাসের মাঝামাঝি সময়ে বেশ খানিকটা কমেছিল সোনার দাম (Gold Price)।
তাই এই সময়টাকেই সোনা কেনার আদর্শ সময় বলে দাবি করেছিলেন অনেকেই।তবে মাসের শেষেই আবার চিন্তার ভাঁজ সোনাপ্রেমীদের কপালে। কারণ আচমকাই এক লাফে অনেকটাই বেড়ে গিয়েছে এই হলুদ ধাতুর দাম।
আরও পড়ুন : PNB তে অ্যাকাউন্ট আছে? প্রকাশ্যে এল নয়া আপডেট! গ্রাহকরা না জানলেই বড় লস
জানা যাচ্ছে আজ অর্থাৎ ২৯ আগস্ট বৃহস্পতিবারের হিসাব বলছে কলকাতায় বাইশ ক্যারেট সোনা প্রতি ১ গ্রাম ওজনে বিক্রি হচ্ছে ৬ হাজার ৭১৬ টাকায়। যা গতকাল ছিল ৬ হাজার ৭১৫ টাকা। অর্থাৎ,আবার ঊর্ধ্বমুখী হল সোনার দাম। অন্যদিকে আজ কলকাতায় ১ গ্রাম ওজনের ২৪ ক্যারাট সোনার দাম ৭ হাজার ৩২৬ টাকা। যা বুধবার ছিল ৭ হাজার ৩২৫ টাকা।
এছাড়া বৃহস্পতিবার কলকাতায় ১০ গ্রাম ওজনের ২২ ক্যারাট সোনার কিনতে গেলে দিতে হবে কড়কড়ে ৬৭ হাজার ১৬০ টাকা। অথচ গতকাল ছিল এই একই পরিমাণ সোনা বিক্রি হয়েছে ৬৬ হাজার ১৫০ টাকায়। এছাড়া আজ ১০ গ্রাম ওজনের ২৪ ক্যারাট সোনার দাম ৭৩ হাজার ২৬০ টাকা। অথচ গতকাল একই পরিমাণ সোনার দাম ছিল ৭৩ হাজার ২৫০ টাকা।