বাম্পার অফার! মাসের শেষে দারুন সস্তা সোনা, সব ফেলে এখনই ছুটুন দোকানে

বাংলা হান্ট ডেস্ক : সোনা (Gold) মানেই অত্যন্ত মূল্যবান ধাতু। বাজারে প্রতিদিন ওঠানামা করতেই থাকে সোনার দাম (Gold Price)। মাঝে কয়েকদিন সোনা প্রেমীদের রক্তচাপ বাড়ানোর পর আবার এক ধাক্কায় অনেকটাই সস্তা (Low Price) হলো হলুদ ধাতু। সামনেই আছে দুর্গাপুজো। রাজ্যজুড়ে এখন চলছে তারই প্রস্তুতি। অনেকে আবার এখন থেকেই শুরু করে দিয়েছেন পুজোর কেনাকাটা।

একধাক্কায় ১০০০ টাকা কমল সোনার দাম (Gold Price)

প্রত্যেক বছর পুজোয় নতুন জামা কাপড়ের কেনার সাথে সাথেই সোনা গয়নাও কিনে রাখেন অনেকে। আর একটানা অনেক দিন পর মাসের শেষে শুক্রবারেই আবার সোনার দাম (Gold Price) কমায় আজই অনেকেই ছুটছেন সোনার দোকানে। তাই এই সুযোগ হাতছাড়া করলেই কিন্তু বিরাট লস। এবারের পুজোয় জামাকাপড়ের সাথে আপনিও কিনে রাখতে পারেন সোনা।

তাছাড়া সবাই যে শুধু শখের বসেই সোনা গয়না হিসেবে কেনেন তা কিন্তু নয়। অনেকেই ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে কিংবা কোন অসময়ে কাজে লাগানোর জন্যও সোনা কিনে রাখেন। ইদানিং সোনার পাশাপাশি ব্যাপক চাহিদা বেড়েছে রুপোর (Silver)। বাজারে এসেছে নিত্যনতুন ডিজাইনের রুপোর গয়নাও। আর আজ শুধু সোনা নয় একই সাথে দাম কমেছে রুপোর-ও।  আসুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আজ কলকাতায় সোনা-রুপো কত টাকায় বিক্রি হচ্ছে।

১৮ ক্যারেট সোনার দাম

আজ ১৮ ক্যারেটের ১ গ্রাম ওজনের সোনার দাম (Gold Price) কমে হয়েছে ৫৪৮৬ টাকা। একইভাবে ১০ গ্রাম ওজনের সোনা আজ বিক্রি হচ্ছে ৫৪ হাজার ৮৬০ টাকায়। এছাড়া আজ ১০০ গ্রাম ওজনের সোনার দাম রয়েছে ৫ লক্ষ ৪৮ হাজার ৬০০ টাকা। অর্থাৎ গতকালের তুলনায় আজ ৮০০ টাকা কমল সোনার দাম।

আরও পড়ুন : ১০০০, ২০০০ ভুলে যান! এবার অ্যাকাউন্টে ঢুকবে ৬০০০ টাকা করে, বিরাট উদ্যোগ সরকারের

২২ ক্যারেট সোনার দাম

শুক্রবার অর্থ্যাৎ ৩০ আগস্ট কলকাতায় ১ গ্রাম ওজনের ২২ ক্যারেট সোনার দাম ৬৭০৫ টাকা। এছাড়া ১০ গ্রাম ওজনের সোনা বিক্রি হচ্ছে ৬৭ হাজার ৫০ টাকায়। আর ১০০ গ্রাম সোনার দাম ৬ লক্ষ ৭০ হাজার ৫০ টাকা। জানা যাচ্ছে গতকালের তুলনায় এক ধাক্কায় হাজার টাকা কমল সোনার দাম।

Gold Price

২৪ ক্যারেট সোনার দাম-

আজ কলকাতায় ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৭৩১৫ টাকা। আর ১০ গ্রাম সোনা বিক্রি হচ্ছে ৭৩ হাজার ১৫০ টাকায়। এছাড়া আজ ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৭ লক্ষ ৩১ হাজার ৫০০ টাকা।

রুপোর দাম-

বেশ কিছুদিন ধরে অপরিবর্তিত থাকার পর আজ কমেছে রুপোর দামও। জানা যাচ্ছে আজ ১ কেজি রুপোর দাম ৮৮ হাজার টাকা। যা গতকালের তুলনায় ৫০০ টাকা কম।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর