বাংলা হান্ট ডেস্ক: জুলাই মাসের শুরু থেকেই এক লাফে দাম বেড়েছে সমস্ত মোবাইল রিচার্জ প্ল্যান (Mobile Recharge Plan) গুলির। এই তালিকা থেকে বাদ নেই কেউই। যার ফলে এই মুহূর্তে আমাদের দেশের প্রথম সারির সমস্ত টেলিকম সংস্থাগুলির রিচার্জ প্ল্যানেরই দাম কার্যত আকাশছোঁয়া। তবে এবার সাময়িক স্বস্তি মিলতে চলেছে, এয়ারটেল (Airtel) ব্যবহারকারীদের।
এয়ারটেলের (Airtel) সস্তার মোবাইল রিচার্জ প্ল্যান:
যে সমস্ত এয়ারটেল (Airtel) গ্রাহকরা ২৮ দিনের ভ্যালিডিটির রিচার্জ প্ল্যান চাইছেন তাদের জন্য খুবই সস্তার একটি মান্থলি ক্যালেন্ডার রিচার্জ প্ল্যান আফার করছে এয়ারটেল (Airtel)। এই রিচার্জ প্ল্যানে পুরো একমাসের ভ্যালিডিটি পাওয়া যাবে। তবে এই মান্থলি প্ল্যানটি প্রত্যেক মাসের একটি নির্দিষ্ট তারিখে রিচার্জ করতে হবে।
অর্থাৎ যদি কোন গ্রাহক কোন মাসের ২৪ তারিখে এই প্ল্যান রিচার্জ করেন তাহলে তাকে পরের মাসেও ওই একই তারিখে রিচার্জ করতে হবে। আসুন বিস্তারিত জানা যাক এয়ারটেলের এই মান্থলি ক্যালেন্ডার রিচার্জ প্ল্যান সম্পর্কে। জানা যাচ্ছে, প্রত্যেক মাসের এই প্ল্যানের জন্য এয়ারটেল গ্রাহকদের মোট ৩৭৯ টাকা খরচ করতে হবে। এই টাকার বিনিময়ে গ্রাহকরা প্রত্যেক দিন দুই জিবি ডেটা আনলিমিটেড কল সহ প্রত্যেকদিন ১০০ টি এসএমএস করার সুবিধা পাবেন।
এয়ারটেলের এই রিচার্জ প্ল্যানের ভ্যালিটি থাকবে পুরো এক মাস। এয়ারটেলের এই ৩৭৯ টাকা রিচার্জ প্লানে ডেটা প্রত্যেকদিন ২ জিবি ডাটা শুধু এসএমএস সহ দেশের সমস্ত মোবাইল নেটওয়ার্কের ফ্রি কল করা যায় করার সুবিধা পাওয়া যাবে। সেই সাথে এই প্ল্যানের মাধ্যমে Wynk Music-এ গান শোনার পাশাপাশি আরও বেশ কিছু সুবিধা পাওয়া যাবে।
আরও পড়ুন: ছোট ১ টাকা দেখলেই ফিরিয়ে দিচ্ছেন! ৯৯% মানুষই জানেন না রিজার্ভ ব্যাঙ্কের এই নিয়ম
তবে এখানে বলে রাখি এয়ারটেল এই ৩৭৯ টাকার রিচার্জ প্ল্যানটি ছাড়াও আরো দুটি ক্যালেন্ডার প্লান অফার করে থাকে। যার মধ্যে একটির জন্য প্রত্যেক মাসে খরচ করতে হবে ৪২৯ টাকা। এই প্লানেও আগের রিচার্জ প্ল্যানটির মতোই সমস্ত সুবিধা পাওয়া যাবে। তবে এক্ষেত্রে দুই জিবি নয় পরিবর্তে রোজ আড়াই জিবি ডেটা পাওয়া যাবে।
এছাড়াও রয়েছে, এয়ারটেলের ৬০৯ টাকার মান্থলি ক্যালেন্ডার রিচার্জ প্ল্যান। এই প্লানটিতেও আগের দুটি রিচার্জ প্ল্যানের মত একই রকম সুবিধা পাওয়া যায়। তবে এক্ষেত্রে ডেটা পাওয়া যাবে মোট ৬০ জিবি।