বন্ধ সিরিয়ালের শুটিং! রিপিট টেলিকাস্ট দেখতে হবে নাকি ব্যাকিং এপিসোড দেখবেন দর্শক?

বাংলা হান্ট ডেস্ক: ডিরেক্টর ফেডারেশন দ্বন্দ্বের জেরে বিগত বেশ কিছুদিন ধরেই অচলাবস্থা চলছে স্টুডিও পাড়ায়। কবে আবার শুটিং শুরু হবে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। স্টুডিওপাড়ার এই অচলাবস্থার জেরে কার্যত মাথায় হাত বাংলা সিরিয়ালের (Bengali Serial) দর্শকদের। পছন্দের সিরিয়ালের (Bengali Serial) টাটকা এপিসোড দেখা যাবে নাকি রিপিট টেলিকাস্ট দেখতে হবে সেই চিন্তাতেই মগ্ন দর্শক।

কবে থেকে শুরু হবে বাংলা সিরিয়ালের (Bengali Serial) শুটিং?

তবে টালিগঞ্জের স্টুডিওপাড়া সূত্রে খবর, সব ধারাবাহিকেরই অল্প কিছুদিনের এপিসোডের ব্যাঙ্কিং রয়েছে। এখন প্রশ্ন হল কোন্ সিরিয়ালের কতদিনের ব্যাঙ্কিং রয়েছে? সম্প্রতি তারই খোঁজ নিয়েছিল এবিপি আনন্দ।স্টুডিও পাড়ায় এই তীব্র অচলাবস্থার জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে সমস্ত শুটিং।

   

এই জট না কাটলে তার প্রভাব পড়বে বাংলা সিরিয়ালগুলির ওপর। তাহলে কি আশঙ্কাকে সত্যি করে রিপিট টেলিকাস্ট দেখেই মন ভরাতে হবে দর্শকদের? কি বলছে স্টুডিওপাড়া? উল্লেখ্য টালিগঞ্জের স্টুডিওপাড়া সূত্রে খবর, ধারাবাহিক ‘মিঠিঝোরা’র ৫ দিনের এপিসোডের ব্যাঙ্কিং রয়েছে। ‘ফুলকি’-র ৪দিনের এপিসোড ব্যাঙ্কিং রয়েছে। ‘নিম ফুলের মধু’-র ৩ দিনের ব্যাঙ্কিং রয়েছে। ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’ এর ৬ দিনের মতো এপিসোডের ব্য়াঙ্কিং রয়েছে।

আরও পড়ুন: বিতর্কে নীল-শ্যামৌপ্তির অমর সঙ্গী! শুরুর আগেই সম্ভাব্য স্লট ঘিরে তুমুল জলঘোলা

এছাড়া জানা যাচ্ছে,স্টার জলসার ‘তোমাদের রানি’-র সোমবারই শ্যুটিং-এর শেষ দিন ছিল। কিন্তু ডিরেক্টর-ফেডারেশনের কর্মবিরতির জন্য এদিন তা আর হয়নি। অন্যদিকে ধারাবাহিক ‘কথা’-র ৪ দিনের এপিসোড ব্যাঙ্কিং রয়েছে। এছাড়াও ‘উড়ান’-এর হাতে রয়েছে মাত্র ৩ দিনের এপিসোড।

Parna

টালিগঞ্জের স্টুডিওপাড়া সূত্রে খবর, রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ৯টা সিরিয়ালের ডবল ইউনিট শ্যুটিং হয়েছে। তবে পরিচালকরা-ফেডারেশন উভয়েই কিন্তু নিজেদের অবস্থানে অনড়। তাই শুটিং কবে শুরু হবেআপাতত সময়ই তার উত্তর দেবে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর