প্রত্যন্ত গ্রামেও ফুল নেটওয়ার্ক! Jio-কে টেক্কা দিয়ে গ্রাহকদের ফাটাফাটি উপহার দিল BSNL

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশের প্রথমসারির টেলিকম সংস্থাগুলিকে টক্কর দিতে এবার কোমর কষছে সরকারি টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম তথা অর্থাৎ বিএসএনএল (BSNL)। তাই স্বাধীনতা দিবসের আগেই উৎসবের মরশুমে বিএসএনএল (BSNL)-এর তরফে গ্রাহকদের জন্য দেওয়া হচ্ছে বিশেষ উপহার। কি ভাবছেন কি হতে পারে সেই উপহার?

গ্রাহকদের ফাটাফাটি উপহার দিল বিএসএনএল (BSNL)

আসলে এবার গ্রাহকদের নিরবিচ্ছিন্ন পরিষেবা দেওয়ার লক্ষ্যেই অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ৪ জি এবং ৫ জি সিম কার্ড আনছে বিএসএনএল। এ প্রসঙ্গে সরকারি এই টেলিকম সংস্থার তরফে জানানো হয়েছে গ্রাহকদের জন্য এবার তারা ৪জি, ৫জি  রেডি ওভার-দ্য-এয়ার (OTA) এবং ইউনিভার্সাল সিম (USIM) কার্ড দেবেন। মজার বিষয় হল এই সিমকার্ড গুলি নাকি যে কোনও সময় জায়গায় সক্রিয় করা যাবে।

এছাড়া ব্যবহারকারীরা তাদের মোবাইল নম্বর সিলেক্ট করার ক্ষেত্রেও  বিশেষ সুবিধা পাবেন। জানা যাচ্ছে, বিএসএনএলের এই অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন সিম কার্ড পুরনো গ্রাহকরা যেকোনো ভৌগোলিক সীমান্তে ব্যবহার করতে পারবেন। সরকারি এই টেলিকম সংস্থার তরফে জানানো হয়েছে এই সিম কার্ডগুলি পাইরো হোল্ডিংসের সহযোগিতায় তৈরি করা হয়েছে।

আরও পড়ুন: ফুলে ফেঁপে উঠছে লক্ষ্মী-ভান্ডার! আম্বানিদের মোট সম্পত্তি দেশের জিডিপির ১০%-এর সমান

জানা যাচ্ছে, এই নতুন ৪ জি এবং ৫ জি সিম ভারতবর্ষের যে কোন প্রান্তের বিএসএনএল গ্রাহকরা ব্যবহার করতে পারবেন। এই সিমের মাধ্যমে আগামীদিনে  বিএসএনএল গ্রাহকদের আরও  উন্নত মানের পরিষেবা দেওয়া সম্ভব হবে। উল্লেখ্য এখনকার দিনে অন্যান্য সমস্ত বেসরকারি টেলিকম সংস্থা গুলি দেশজুড়ে  ৫ জি  পরিষেবা চালু করে ফেললেও, তুলনামূলকভাবে সেদিক দিয়ে এখনও পর্যন্ত অনেকটাই পিছিয়ে বিএসএনএল।

BSNL 2

কারণ এখনও পর্যন্ত এই সংস্থা তাদের ফোরজি পরিষেবাই ঠিকমতো চালু করতে পারেনি। তবে এ প্রসঙ্গে কোম্পানির তরফে  জানানো হয়েছে বর্তমানে নেটওয়ার্ক আপগ্রেডেশনের কাজ চলছে। তবে বিএসএনএল এই অত্যাধুনিক সিম একটি  মাইলফলক প্রমাণিত হতে চলেছে। যা আগামী দিনে প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষকেও উন্নত নেটওয়ার্ক পরিষেবা দিতে সক্ষম হবে।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর