বাংলা হান্ট ডেস্ক : কয়েক শতকের অযোধ্যা মামলার রায় ঘোষণা হয়েছে শনিবার, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চের তরফ থেকে এদিনে অযোধ্যার 2.7 একর জমির ওপর মন্দির নির্মাণের রায় দেওয়া হয়েছে৷ তাই রাম মন্দির নির্মাণের জন্য ইতিমধ্যেই বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে জোর কদমে পদক্ষেপ নেওয়া হচ্ছে অন্যদিকে অযোধ্যার সীমানার মধ্যেই পাঁচ একর জমি মুসলিমদের মসজিদ নির্মাণের জন্য দেওয়া হয়েছে৷
যদিও এই রায়ের পর হিন্দু ও মুসলিম পক্ষের আইনজীবীদের দেশের সৌহার্দ্য বজায় রাখার বার্তা দেওয়া হয়েছে কিন্তু সর্বোচ্চ আদালতের রায়ে মুসলিম আইনজীবী সন্তুষ্ট নন এমনটাই জানিয়েছেন তবে অযোধ্যা মামলার রায়দানের পর বলিউড তারকারা নিজেদের মতামত ব্যক্ত করেছেন টুইটারে৷
বলিউড অভিনেতা অনুপম খের লিখেছেন, ঈশ্বর ও আল্লাহ সবাই এক তাই দেশবাসীকে ঐক্য থাকতে বলেছেন৷
https://twitter.com/AnupamPKher/status/1193018711210373120
অন্যদিকে সারা ভাস্কর টুইটারে লিখেছেন, রঘুপতি রাঘব রাজারাম, সবকো সম্মতি দে ভগবান! অর্থাত্ দেশবাসীকে এক হয়ে শান্তি বজায় রাখার বার্তা দিয়েছেন৷
रघुपति राघव राजा राम..
सब को सन्मति दे भगवान।— Swara Bhasker (@ReallySwara) November 8, 2019
অন্যদিকে পরিচালক তথা অভিনেতা ফারহান আখতার মহামান্য সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়কে স্বাগত জানিয়ে দেশবাসীর উদ্দেশ্যে এই রায়কে স্বাগত জানানোর বার্তা দিয়েছেন৷
Humble request to all concerned , please respect the Supreme Court verdict on #AyodhyaCase today. Accept it with grace if it goes for you or against you. Our country needs to move on from this as one people. Jai Hind.
— Farhan Akhtar (@FarOutAkhtar) November 9, 2019
হুমা কুরেশি, টুইটারে, দেশের শীর্ষ আদালতের এই সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত, এবার ভারতীয় হিসেবে আমরা সবাই একসঙ্গে হাঁটব৷
https://twitter.com/humasqureshi/status/1193045711820120064
পরিচালক মধুর ভাণ্ডার কার, সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় দানকে স্বাগত জানিয়েছেন তিনি টুইটারে লিখেছেন, শেষ পর্যন্ত ঐতিহাসিক রায় দান শেষ হল, আমি এই রায়কে স্বাগত জানাই৷