লক্ষ্মী পূর্ণিমার দিনই চন্দ্রগ্রহণ! কোনটা শুভ সময়? কখন করবেন কোজাগরীর আরাধনা? জানুন

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সকলের মন ভার করে মর্ত থেকে বিদায় নিয়েছেন উমা। এবার ঘরে ঘরে আসছেন মা লক্ষ্মী। আশ্বিন মাসের শেষে পূর্ণিমা তিথিতে ধনদেবী কোজাগরী লক্ষ্মী পুজোয় মেতে ওঠে আপামর বাঙালি। আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমাকে বলা হয় লক্ষ্মী পূর্ণিমা (Lakshmi Purnima)। ঘরে শ্রী, ধন-সম্পদ বৃদ্ধি ও পরিবারের মঙ্গল কামনায় মা কোজাগরীর ব্রত পালন করা হয়।

ইতিমধ্যেই বাঙালির ঘরে ঘরে লক্ষ্মীকে ঘরে আনার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তবে এ বছর লক্ষ্মী পূর্ণিমার দিনই এবার চন্দ্রগ্রহণ পড়েছে৷ যা নিয়ে রীতিমতো বিভ্রান্ত হচ্ছে মানুষজন। কবে পুজো ঠিক? কখন করবেন লক্ষীপুজো? জানুন এই প্রতিবেদনে।

আরও পড়ুন: ‘ওরা আমাকে শিকার করল…’, মুখে কাদের নাম? গ্রেফতারির পরই বিস্ফোরক জ্যোতিপ্রিয়

এই বছরের লক্ষ্মীপুজোর নির্ঘণ্ট: এ বছর কোজাগরী পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ২৮ অক্টোবর শনিবার ভোর ৪.১৭ মিনিটে। আর তিথি থাকবে ২৮ এবং ২৯ অক্টোবরের সন্ধিক্ষণে ভোররাত ১.৫৩ মিনিট পর্যন্ত।

lokkhi puja

আরও পড়ুন: ‘কালীঘাটের কাকুর’ হৃদয়ের খোঁজ নিতে চায় ED, পুজোর পরই যা ঘটালেন গোয়েন্দারা, তুঙ্গে শোরগোল

প্রতিটি বাঙালির ঘরে ঘরে চিরন্তন মঙ্গল কামনায় মা লক্ষীর আরাধনা করা হয়। হিন্দুধর্ম মতে, মা কোজাগরী ধন-সম্পদ ও সৌভাগ্যের দেবী। প্রতি সপ্তাহেই বৃহস্পতিবার করে বাড়িতে লক্ষীর ঘট বসিয়ে আরাধনা করা হয়ে থাকে। তবে আশ্বিন মাসের শেষে পূর্ণিমা তিথিতে বিশেষ ভাবে কোজাগরী লক্ষ্মী পুজো করা হয়ে থাকে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X