বাংলা হান্ট ডেস্ক : আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, হেমন্ত ছেড়ে শীতের দিকে যাচ্ছে বাংলা। তাই তো ঠান্ডা গরমের ওয়েদারে ঘরে ঘরে সর্দি জ্বর লেগেই রয়েছেই। তবে এই আবহাওয়া পরিবর্তনের সময় ডেঙ্গু জ্বরের থাবা বসেছে গোটা বঙ্গে। কলকাতা সহ হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পার্শ্ববর্তী বেশ কয়েকটি জেলায় ডেঙ্গু আতঙ্ক ছড়াচ্ছে। গত সপ্তাহের টানা দু তিন দিন বৃষ্টির পর ডেঙ্গুর প্রকোপ আরও বৃদ্ধি পেয়েছে।
তাই তো জমা জলে ডেঙ্গু মশার আঁতুড়ঘর ধ্বংস করে দেওয়ার জন্য বার বার সতর্ক করা হচ্ছে।তাই শীত পড়ার আগেই অক্টোবর মাস থেকে যেভাবে ডেঙ্গুর আতঙ্ক মাথা ছাড়া দিয়েছে তাতে চিন্তার ভাঁজ পড়েছে। এডিস ইজিপ্টাই মশা বাহিত রোগ হল ডেঙ্গু। তবে যেহেতু এখন আবহাওয়া পরিবর্তন হচ্ছে তাই ডেঙ্গুর এবং কোনটা ভাইরাল ফিভার তা বুঝতেই সময় লাগছে আর তাতেই বিপদের সূত্রপাত।
তাই ডেঙ্গু জ্বরে প্রাথমিক কয়েকটি লক্ষণ জেনে নেওয়া যাক-
1. ডেঙ্গু জ্বর হলেই গলায় ব্যথা গলা জ্বালা এবং সর্দি ও কাশির সমস্যা থাকবে।
2. ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে প্রচণ্ড গায়ে হাতে যন্ত্রণা এবং মাথার যন্ত্রণা হবে।
3. ডেঙ্গু জোরের অন্যতম লক্ষণ হল চোখে ব্যথা বা যন্ত্রণা করা।
4. পেটে ব্যথা এবং বমি বমি ভাব এটিও ডেঙ্গু জ্বরের অন্যতম প্রধান লক্ষণ এর সঙ্গে পেটের সমস্যা দেখা দিতে পারে।
5. শরীরের বিভিন্ন অংশ থেকে রক্তক্ষরণ হয়ে রক্তের প্লেটলেট কমে যেতে পারে।
6. বক্স হলেই যেমন গায়ে গুটি বেরোয় ঠিক তেমনই ডেঙ্গু হলেই ছোট ছোট র্যাশ বেরোয়।
6. নাক টয়লেট এবং মাড়ি থেকে রক্তপাত হতে পারে। তাই এই লক্ষণগুলি দেখা মাত্রই চিকিত্সকের পরামর্শ নেওয়া উচিত। তা না হলে ভয়াবহ বিপদের সম্ভাবনা থাকে।