দিঘায় ঘুরতে যাওয়ার মজা এবার ডবল! পুজোর আগেই পর্যটকদের জন্য এল দারুণ উপহার

বাংলা হান্ট ডেস্ক: বাংলার পর্যটকদের কাছে আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হলো দিঘা (Digha)। তাই দু-একদিনের ছুটি পেলে কম বেশি সকলেই ছুটে আসেন এই সৈকত শহরে। বিগত কয়েক বছর ধরে পর্যটক টানতেই দিঘাকে ঢেলে সাজাচ্ছে প্রশাসন। তাই পর্যটকদের ভরপুর বিনোদনের জন্য গত কয়েক বছরে দিঘাকে আরো সুন্দর করে তুলতে একাধিক পদক্ষেপ নিয়েছে প্রশাসন।

দিঘায় (Digha)  চালু হবে ডবল ডেকার বাস

তাই ঝাঁচকচকে রাস্তা থেকে শুরু করে বাঁধানো বসার জায়গা, আধুনিক পার্কসহ করা হয়েছে আরও  একাধিক ব্যবস্থা। এবার দিঘার মুকুটে জুড়ছে আরও এক নতুন পালক। পর্যটকদের মনোরঞ্জনের জন্য দিঘায় (Digha) খুব তাড়াতাড়ি চালু করা হবে বিলাসবহুল প্রমোদতরি। এবার এই প্রমোদতরির  পরিষেবার সাথেই যুক্ত হতে চলেছে বিলাসবহুল ডবল ডেকার বাস পরিষেবাও।

   

জানা যাচ্ছে পিপিপি  মডেল অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে হোটেল থেকে পর্যটকদের প্রমোদতরি ছাড়বার স্থান পর্যন্ত নিয়ে যাওয়ার জন্যই এই ডবল ডেকার বাস পরিষেবা চালু করা হবে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই এই প্রমোদতরীর সাজসজ্জার কাজ-ও  সম্পন্ন হয়ে গিয়েছে। এমভি নিবেদিতা নামের সম্পন্ন বাতানুকুল  এই ক্রুজের জন্য  শঙ্করপুর মৎস্য বন্দরের একবারের কাছে নায়েকালী মন্দির চত্বরে তৈরি করা হয়েছে জেটি।

আরও পড়ুন: পুজোর ছুটিতে না গেলেই চরম মিস! সবচেয়ে কম খরচে ঘুরে আসুন পাহাড়-জঙ্গল ঘেরা এই গ্রাম থেকে

সেখান থেকেই এই প্রমোদতরিতে চেপে সমুদ্রের রূপ দর্শন করতে পারবেন পর্যটকরা। জানা যাচ্ছে, এই  প্রমোদতরির সাজসজ্জার  প্রস্তুতি পর্ব শেষ হলেও এখনও পর্যন্ত সরকারের তরফে গ্রীন সিগন্যাল না মেলায় শুরু হয়নি পরিষেবা। তবে মূলত প্রমোদতরির  যাত্রীদের যাওয়া নিয়ে যাওয়া আসা করার জন্যই এই ডবলডেকার বাস চালু করা হবে।

digha 3

তবে কবে থেকে এই পরিষেবা চালু হবে তা জানা না গেলেও এই মুহূর্তে ট্রায়াল রানের জন্য এই ঝাঁচকচকে ডবলডেকার বাসটি ট্রায়াল রানের জন্য  নামানো হয়েছে দিঘার রাস্তায়। জানা যাচ্ছে, ট্রায়াল রান সফল হওয়ার পরেই এই ডবল ডেকার বাস চালানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর