ভারতের প্রথম রেললাইন পাতা হয়েছিল এখানে, ভারতীয় রেলের প্রাচীন ইতিহাস জানলে অবাক হবেন

বাংলা হান্ট ডেস্ক : ভারতের লাইফলাইন বলা হয় ভারতীয় রেলকে (Indian Railways) । অত্যাধুনিক ভারতীয় ইঞ্জিনিয়ারিং এর ফসল এই প্রতিষ্ঠানটি। যদিও ভারতে রেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করে ব্রিটিশরা। তবে ব্রিটিশরা (British) ভারত (India) ছাড়লে এরপর ভারতীয়রাই এগিয়ে নিয়ে যায় এই প্রতিষ্ঠানকে। আর আজ সারাবিশ্বে ভারতীয় রেল অন্যতম বিখ্যাত প্রতিষ্ঠান।

নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত, যাতায়াতের জন্য দেশের প্রতিটি মানুষেরই প্রথম পছন্দ হল ভারতীয় রেল। হালফিলে আকাশপথ এবং জলপথের অপশন আছে বটে, তবে তাতে সব জায়গায় পৌঁছানো সম্ভব নয়। তবে রেল পথে প্রায় সব জায়গাতেই পৌঁছানো যায়।

বর্তমান দিনে তো রেললাইন গুনে শেষ করা যায়না। কিন্তু এই দেশের বুকে প্রথম রেললাইন পাতার কাহানি কিন্তু ইতিহাস। এই ইতিহাস এমনই যে দেশের পরিবহণ মানচিত্রটাই বদলে দেয়। ভারতীয়রা পায় এমন এক পরিবহণ ব্যবস্থা যাতে দেশের মানচিত্রটাই বদলে যায়। কারণ মানুষ একমাসের পথ একদিনে পৌঁছে যেতে পেরেছিল সেই সময়‌।

প্রসঙ্গত উল্লেখ্য, ভারতে প্রথম রেললাইন পাতা শুরু হয় ১৮৪৭ সালের ২১ অগাস্ট। জানা যায়, রেললাইন পাতার দায়িত্ব দেওয়া হয় গ্রেট ইন্ডিয়া পেনিনসুলা রেলওয়ে নামের এক কোম্পানি। এবং তাদের কাজে সহায়তা করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। প্রথম যখন রেললাইনের কাজ শুরু হয় তখন ৫৬ কিলোমিটার পথে রেললাইন পাতা হয়।

82922 rail heritage air1

জানা যায়, সেই সময় রেললাইন পাতার কাজের চিফ রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ছিলেন জেমস বার্কলে। বম্বে থেকে খান্দেশ ও বেরার পর্যন্ত চলে যায় এই রেললাইন। পরবর্তী সময়ে সেই লাইন চলে যায় পুনে পর্যন্ত। এবং দেশের প্রথম ট্রেন চালু হয় ১৮৫৩ সালে। ভারতের মাটিতে রেললাইন পাতার কাজ ছিল এক আশ্চর্যজনক বিষয়। আশেপাশের সমস্ত মানুষ জমায়েত হত রেললাইন পাতার দেখার জন্য।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর